ফ্রান্সের সামনে বেলজিয়াম বাধা
প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
স্বস্তিতে নেই দুই দলের কেউ! নকআউট পর্বে উঠলেও আক্রমণভাগের বিবর্ণতা নিয়ে চিন্তায় ফ্রান্স। কোনোমতে গ্রম্নপ পর্বের বৈতরণী পেরিয়ে আসা বেলজিয়ামের পারফরম্যান্সেও মেলেনি চেনা ধারের দেখা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে মুখোমুখি এই দুই দলের সামনে তাই স্বরূপে ফেরার চ্যালেঞ্জ। শেষ ষোলোয় আজ সোমবার রাতে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম। বেশ কষ্টে নিজ নিজ গ্রম্নপের দ্বিতীয় সেরা দল হয়ে নকআউটের মঞ্চে এসেছে দুই দল। ফ্যান্স ও বেলজিয়ামের মধ্যকার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও ৩।
এক জয় ও দুই ড্রয়ে 'ডি' গ্রম্নপ পর্ব শেষ করা ফ্রান্সের আক্রমণভাগ ছিল ধারহীন। সরাসরি আক্রমণ থেকে একটি গোলও এ পর্বে পাইনি দিদিয়ে দেশমের দল; অথচ কিলিয়ান এমবাপে, আঁতোয়ান গ্রিজমানের মতো তারকা রয়েছে দলটির আক্রমণভাগে। বছর দুয়েক আগেও ফিফার্ যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম দলে কেভিন ডি ব্রম্নইন রোমেলু লুকাকুর মতো অভিজ্ঞ সেনানির উপস্থিতি, কিন্তু গ্রম্নপ পর্বের যুদ্ধ জয় করতে ঘাম ছুটে গেছে তাদের।