মুশতাক আহমেদকে ধরে রাখতে ব্যর্থ বিসিবি!

প্রকাশ | ০৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টাইগার স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ -ফাইল ফটো
টি২০ বিশ্বকাপে দল ব্যর্থ হলেও দুর্দান্ত পারফরম্যান্স করে চমক দেখিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও। টি২০ বিশ্বকাপে সাত ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। এই তরুণ স্পিনারের সাফল্যের পেছনের নায়ক কোচ মুশতাক আহমেদ। তবে এই কিংবদন্তি স্পিনারকে ধরে রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদে দেখা গিয়েছিল। বিশ্বকাপে তার নির্দেশনায় রিশাদ হোসেনের উন্নতি সুস্পষ্ট ধরা পড়েছিল চোখে। বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তাই বিশ্বকাপের পর মুশতাকের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি। কিন্তু সে আশায় গুড়েবালি। আপাতত মুশতাক আহমেদের বাংলাদেশ অধ্যায়ের ইতি। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনারের সঙ্গে নতুন করে চুক্তির সম্ভাবনা ভেস্তে গেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এ খবর। সোমবার থেকে শুরু হতে যাওয়া শ্রীলংকা যুবদলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে নতুন দায়িত্ব শুরু হচ্ছে মুশতাকের। বিসিবির সূত্রও নিশ্চিত করেছে এ খবর। জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মুশতাক আহমেদ। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি২০ বিশ্বকাপ পর্যন্ত। গত ২ জুলাই বিসিবির বোর্ড সভা শেষে বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা ভাবছে বিসিবি। গণমাধ্যমকে পাপন বলেছিলেন, 'মুশতাকের সঙ্গে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।' তবে মুশতাককে দলে টানার চেষ্টা বন্ধও করছে না বিসিবি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের চুক্তির মেয়াদ শেষে তাকে ফের বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিবির সূত্র।