'ওপেন পেস্ন গোল নয়, সেমিতে জায়গা পাওয়াই মুখ্য'

প্রকাশ | ০৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এবারের ইউরোর শিরোপার দাবিদার ফ্রান্স। তারকায় পরিপূর্ণ দলটি এরই মধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। স্পেন বাধা টপকাতে পারলেই শিরোপা মঞ্চে জায়গা করে নিবে তারা। এই ম্যাচের আগে ফরাসি তারকা ইউসুফ ফোফানা জানিয়েছেন, দিন শেষে সেমিফাইনালে জায়গা পাওয়াই মুখ্য। ফ্রান্স দলে তারকা খেলোয়াড়ের অভাব না থাকলে চলমান ইউরোয় গোল শিকারির অভাব রয়েছে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ওপেন পেস্ন গোল করতে পারেনি তারা। পেনাল্টির আর প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সহায়তা জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপেরা। ওপেন পেস্ন গোল না পাওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে ফ্রান্সকে। তবে এই সমালোচনায় কান দিচ্ছেন না দলটির মিডফিল্ডার ইউসুফ ফোফানা। ফোফানার মতে, ওপেন পেস্নতে গোল না পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিফাইনালে সুযোগ পাওয়া। তিনি বলেছেন, 'ব্যক্তিগতভাবে আমি এসবকে মোটেও পাত্তা দেই না। দিন শেষে সেমিফাইনালে জায়গা পাওয়াই মুখ্য।' এমবাপে-গ্রিজম্যানদের গোল না পাওয়া নিয়ে যে সমালোচনা হচ্ছে তা মানতে পারছেন না ফোফানা। তিনি বলেছেন, 'গ্রিজম্যান-এমবাপের মতো খেলোয়াড়দের লেভেল হিসাব করে আমাদের বুঝতে হবে, সেমিফাইনালে সুযোগ পাওয়া যথেষ্ট। আমি বুঝতে পারি না, কেন আমরা নেতিবাচক বিষয় নিয়ে কথা বলি।' এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন গোল করতে পেরেছে ফ্রান্স। এমবাপের পেনাল্টি গোলের বিপরীতে আবার দুটি গোল 'উপহার' হিসেবে প্রতিপক্ষের কাছ থেকে আত্মঘাতী পেয়েছে তারা। স্পেনের বিপক্ষে শেষ চারের ম্যাচেও ভাগ্য ফ্রান্সের পাশে থাকবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।