মারুফা-ঝিলিকদের কাছে এশিয়া কাপ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও
প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৯ জুলাই শ্রীলংকায় শুরু হবে নারীদের এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের জন্য বিকেএসপিতে মেয়েদের প্রস্তুতি চলছে। ২/১ দিনের মধ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। নিজেদের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার কথা বলেছেন জাতীয় দলের তিন নারী ক্রিকেটার। সামনে এশিয়া কাপ মিশন হলেও ক্রিকেটারদের মাথায় ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ।
বাংলাদেশ দলের পেসার মারুফা এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারুফা বলেছেন, 'আলহামদুলিস্নলাহ আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করা যায়, ভালো কিছু করব ইনশাহআলস্নাহ। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনা। এশিয়ার ভেতরে ৭টা দলের সঙ্গে খেলবে। এগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজের মাটিতে এসে ভালো কিছু করতে পারি।'
আরেক ক্রিকেটার রাবেয়া হায়দার ঝিলিকের কণ্ঠেও মিলল একই সুর, 'যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ। এশিয়া কাপকে অবশ্যই পস্নাস পয়েন্ট হিসেবে দেখছি কারণ, আমাদের টি২০ চালু হয়েছে বেশ অনেক দিন হয়েছে। তো এশিয়া কাপে যদি ভালো কিছু করতে পারি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি পেয়ে যাবো।'
বাংলাদেশ নারী দলের সেরা স্পিনার নাহিদা আক্তার। আপাতত তার ভাবনা এশিয়া কাপ। ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে লড়াইয়ে নামবেন বলে জানালেন তিনি, 'চেষ্টা করেছি যে ত্রম্নটি ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে। প্রিমিয়ার লিগ থেকে চেষ্টা করছি আত্মবিশ্বাস নিয়ে আসার। এখানে (বিকেএসপি) অনেকদিন ধরে ক্যাম্প করছি। কয়েকটা ম্যাচও খেলেছি। যদিও অনেক বৃষ্টি ছিল তারপরও বলবো, আলহামদুলিলস্নাহ যতটুকু হয়েছে চেষ্টা করব যাতে মূল ম্যাচে ডেলিভার করতে পারি। বড় আসরে খেলতে যাওয়ার আগে এই রকম টুর্নামেন্ট ভালো একটা দিক। আমি মনে করি সেমিফাইনালে যেতে পারলে ফাইনালে যেতে পারব; এটা আমাদেরকে আত্মবিশ্বাস দেবে।'
আগামী ১৯ জুলাই শ্রীলংকার ডাম্বুলায় শুরু হবে ওমেন্স এশিয়া কাপ, শেষ হবে ২৮ জুলাই। উদ্বোধনী দিনে বিকালে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই হবে শিরোপা লড়াই।
দল সংখ্যা একটি বাড়ার কারণে বদল এসেছে ফরম্যাটেও। গত আসওে গ্রম্নপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়েছে। এবার আটটি দলকে দুটি গ্রম্নপে ভাগ করা হয়েছে। গ্রম্নপ 'এ'তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রম্নপ 'বি'তে স্বাগতিক শ্রীলংকার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রম্নপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।