অলিম্পিক স্বর্ণপদকের মূল্য কত?

প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অলিম্পিকের যেকোনো পদককে কাগুজে মুদ্রায় মূল্যায়ন করাটা নিছক বোকামি। কারণ পদকটির সঙ্গে জড়িয়ে আছে ওই খেলোয়াড়ের অক্লান্ত পরিশ্রম এবং অফুরন্ত আবেগ। তবে এর মূল্য নিয়ে কৌতূহল জাগাটাও অস্বাভাবিক না। ১৯১২ সালের পর থেকে অলিম্পিকে সোনা এবং রূপা মিশ্রিত স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নেয় আইওসি। ২০২২ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে অলিম্পিকের স্বর্ণপদক নিয়ে বিস্তারিত জানানো হয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বরাতে তারা জানায়, অলিম্পিকের সোনার পদকের ওজন ৫৫৬ গ্রাম। এর মধ্যে সোনার পদকে সোনার পরিমাণ ৬ গ্রাম। অলিম্পিকের স্বর্ণপদকের বেশিরভাগজুড়েই আসলে রূপা, পরিমাণের হিসাবে যেটা ৯২.৫ শতাংশ। যদি কাগুজে মূল্যের হিসাবে বলা হয়, তবে এই পদকের মূল্য ৮০০ ডলার। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ ৯৪ হাজার টাকার একটু বেশি। রূপার পদকে অবশ্য পুরোটাই রূপা থাকে। ৫৫০ গ্রামের ওই পদকের দাম ৪৫০ মার্কিন ডলার বা প্রায় ৫৩ হাজার টাকা। ব্রোঞ্জ পদকের কাগুজে মূল্য একদমই নামমাত্র। ৯৫ শতাংশ তামা এবং ৫ শতাংশ দস্তা দিয়ে বানানো এই পদকের দাম ৫ মার্কিন ডলার বা প্রায় ৫৮৭ টাকা। একটা সময় পর্যন্ত অলিম্পিকে কিন্তু সোনার পদকে কোনো খাদ থাকত না। ১৯১২ সালের অলিম্পিকের পর থেকে সেই রীতি ভেঙে যায়। সোনার ক্রমবর্ধমান দামের ফলে সোনা-রূপা মিশ্রিত স্বর্ণপদক দেওয়ার রীতি প্রবর্তন করে আইওসি।