প্যারিস অলিম্পিকের এখনো ১.২ মিলিয়ন টিকিট অবিক্রীত

প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিক আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে, এখনো আসন্ন গেমসের ১.২ মিলিয়ন টিকিট তাদের হাতে অবিক্রীত রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ফুটবল, বাস্কেটবল ও হ্যান্ডবলের টিকিট। দলীয় ইভেন্ট হিসেবে বিশেষ করে ফুটবলের মতো খেলা এ ধরনের গেমসে বড় ভেনু্যতে আয়োজন করে আয়োজকরা প্রায়ই বিপাকে পড়ে। অনেক সময় দেখা গেছে বড় ম্যাচগুলো বাদে প্রায়ই স্টেডিয়ামের বেশিরভাগ আসনই খালি থাকে। এদিকে আয়োজকরা জানিয়েছেন, সাঁতার ও অ্যাথলেটিকস ফাইনালের পর তারা এসব দলীয় ইভেন্টের টিকিট বিক্রির আশা করছেন। গেমসের সহকারী মহপরিচালক মিখায়েল আলোইসিও বলেছেন, 'বৃহস্পতিবার থেকে ৩০টি ক্রীড়ার ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রির নতুন স্স্নট ঘোষণা করা হবে।' টিকিট বিক্রির দিক থেকে ইতোমধ্যেই প্যারিস গেমস নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ১৯৯৬ সালে আটালান্টা গেমসে ৮.৩ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছিল, যা এতদিন পর্যন্ত রেকর্ড ছিল। কিন্তু প্যারিসে ইতোমধ্যেই টিকিট বিক্রির সংখ্যা ৮.৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে। আলোইসিও বলেছেন, ফ্রান্সের এ পর্যন্ত ৬০ শতাংশেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। গত বছর প্রথম যখন টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয় তখন আয়োজকরা চড়া মূল্যের কারণে সমর্থক এমনকি কিছু কিছু ক্রীড়াবিদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। দর্শকদের দাবির মাধ্যমে অলিম্পিকের স্বাভাবিক মান ক্ষুণ্ন হয়েছে।