বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর!

প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নির্বাচন আয়োজন নিয়ে জটিলতার মধ্যে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই বুধবার আশুরার ছুটি থাকলেও নির্বাহী কমিটির সভায় বসেছিলেন কর্তারা। সবাই সশরীরে না থাকলেও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অনেকে। বাফুফে নির্বাচনের তারিখ ঠিক করতেই ছিল এই সভা। সভা শেষে জানানো হয়, ২৬ অক্টোবর নির্বাচন করতে চায় বাফুফে। বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩ অক্টোবর। ঠিক এর তিন সপ্তাহ পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ জন্য প্রয়োজন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) অনুমোদন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'ফিফার সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক যোগাযোগ করবে। সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতার বিষয়টি ফিফাকে অবহিত করা হবে। ফিফার অনুমোদন পেলে ২৬ অক্টোবর নির্বাচন হবে।' ফিফা যদি বাফুফের অনুরোধ না মানে, তাহলে কী হবে? এর উত্তরে বাফুফে প্রধান বলেন, 'ফিফার নির্দেশনা তো মানতেই হবে।' বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০০৮ সাল থেকে সভাপতি। চার মেয়াদে সভাপতি হওয়ার পর পুনরায় নির্বাচন করতে পারেন তেমন কথা শোনা যাচ্ছে। তবে পঞ্চম মেয়াদে আবার সভাপতি পদে নির্বাচন করার ব্যাপারটি এড়িয়ে গেছেন এভাবে, 'এটা আমার ব্যক্তিগত বিষয়।' এদিকে বাইলজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবনমনে যাওয়া ব্রাদার্স ইউনিয়নকে ফের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাফুফের নির্বাহী সভায়। গোপীবাগের ক্লাবটির আবেদন বোর্ড সভায় উত্থাপিত হলে অনেকেই মত দেন ব্রাদার্সের পক্ষে। ফলে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ারেই খেলবে দলটি। নতুন মৌসুম শুরু হওয়ার দেড় মাস পর বাফুফে নিয়ম ভেঙে অবনমিত ব্রাদার্সকেই আবার প্রিমিয়ারে খেলার সুযোগ করে দিল। যদিও গত মৌসুমে অবনমিত হওয়া ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদ প্রিমিয়ারে থাকতে চেয়ে আবেদন করেছিল। বাফুফে সেই আবেদন মূল্যায়ন করেনি। অথচ এক মৌসুম পর ব্রাদার্সের আবেদন কোন যুক্তিতে মূল্যায়ন করল এ নিয়ে ফেডারেশনের শীর্ষ কর্তাদের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা নেই। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মন্তব্য, 'নো কমেন্টস।'