নিয়ম ভেঙে ব্রাদার্সকে প্রিমিয়ারে খেলার সুযোগ দিচ্ছে বাফুফে

প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাফুফের নির্বাহী সভা সাধারণত চলে ঘণ্টা কয়েক। বুধবার ছুটির দিনের সভা অবশ্য ঘন্টা দেড়েকের মধ্যেই শেষ। নির্বাহী সভার পর ব্রিফিং সাধারণত সভাপতি কাজী সালাউদ্দিন করেন না। তিনি ব্রিফে মূলত নির্বাচনের তারিখ-সংক্রান্ত বিষয়ই গণমাধ্যমে অবহিত করেছেন। ব্রিফিং সমাপ্ত হওয়ার পর জানা গেল, প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে খেলার সুযোগ প্রদান করা হয়েছে। আলোচ্যসূচির বিবিধ অংশে ব্রাদার্স চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হলেও পুনরায় প্রিমিয়ার লিগে খেলার আবেদন করে। সেই আবেদন বোর্ড সভায় উথাপিত হলে অনেকেই খেলার পক্ষে মত দেন। ফলে ২০২৪-২৫ মৌসুমে ব্রাদার্স প্রিমিয়ারেই খেলবে। বাংলাদেশের ক্লাবগুলো অপেশাদার, ক্লাবের চেয়ে অপেশাদারিত্ব বাফুফে। নিজেদের বাইলজ ক্ষণে ক্ষণে ভাঙে। প্রিমিয়ার লিগের বাইলজে ছিল পয়েন্ট তালিকায় সর্বনিম্ন দুই দল অবনমিত হবে। দলবদল শেষ হওয়ার এক দিন আগে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব নাম প্রত্যাহার করে। তাই লিগ শেষ হওয়ার তিন রাউন্ড আগে দুটির পরিবর্তে শুধু একটি রেলিগেশন করার সিদ্ধান্ত হয়। পয়েন্ট টেবিলে সর্বনিম্ন দল থাকায় ব্রাদার্স ইউনিয়ন রেলিগেটেড হয়। নতুন মৌসুম শুরু হওয়ার দেড় মাস পর বাফুফে নিয়ম ভেঙে রেলিগেটেড ব্রাদার্সকেই আবার প্রিমিয়ারে খেলার সুযোগ দিচ্ছে। পেশাদার লিগ নামকরণে প্রিমিয়ার লিগের ১৬ তম আসর শেষ হয়েছে। প্রথম আসরে কোনো রেলিগেশন ছিল না। পরবর্তী সব আসরেই অবনমন ছিল। ১৬তম আসরে এসে কার্যত কোনো রেলিগেশনই হলো না। পেশাদার লিগে পেশাদারিত্ব বাফুফেই বজায় রাখতে পারে না। বাফুফে সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান অবশ্য নির্বাহী সভায় বাইলজের ব্যত্যয় ঘটার বিষয়টি উত্থাপন করলেও শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নকে প্রিমিয়ারে সুযোগ দেওয়ার সিদ্ধান্তই গৃহীত হয়। গত মৌসুমে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদ প্রিমিয়ারে থাকতে চেয়ে আবেদন করেছিল। বাফুফে সেই আবেদন মূল্যায়ন করেনি। এক মৌসুম পর ব্রাদার্সের আবেদন কোন যুক্তিতে মূল্যায়ন করল, এ নিয়ে ফেডারেশনের শীর্ষ কর্তাদের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা নেই। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মন্তব্য, 'নো কমেন্টস।' দুই বছর আগে সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারা জুনিয়র লিগে না খেলার জন্য ১৫ লাখ টাকার বেশি জরিমানা গুণেছিল। এবার প্রিমিয়ার লিগে না খেলেও গোপালগঞ্জের জরিমানা মাত্র পাঁচ লাখ টাকা। বাফুফের বৈষম্যমূলক সিদ্ধান্তের অন্যতম উদাহরণ এটি।