রিয়ালে মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়ল

প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টনি ক্রুসের অবসরের পর ধারণা করা হচ্ছিল, বুটজোড়া তুলে রাখতে পারেন রিয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার লুকা মদ্রিচ। সেসব আলোচনার মাঝেই রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ল ক্রোয়েশিয়ান তারকার। স্প্যানিশ ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ বেড়েছে আরও এক বছর! নতুন চুক্তির ফলে ২০২৫ সাল পর্যন্ত বার্নাবু্যতেই থাকবেন ৩৮ বছর বয়সি লুকা মদ্রিচ। ২০১৮ সালে ব্যালন ডি'অর জয়ী গত মৌসুমে রিয়ালের হয়ে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। জিতেছেন চতুর্থ লা লিগা শিরোপাও। মদ্রিচের পূর্বের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২৩-২৪ মৌসুমে। রিয়াল মাদ্রিদে মদ্রিচের চেয়ে আর কেউ বেশি শিরোপা জিততে পারেননি। ২০১২ সালে স্প্যানিশ জায়ান্টে যোগ দেওয়ার পর ২৬টি ট্রফি জিতেছেন। রিয়ালে তার সতীর্থ জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ইউরো থেকে বিদায়ের পরই অবসরের ঘোষণা দিয়েছেন। মদ্রিচ অবশ্য এখনই ক্রোয়েশিয়াকে বিদায় বলছেন না। তিনি খেলে যেতে চান আরও কিছু দিন, 'আজীবন খেলার ইচ্ছা। কিন্তু সেটা তো সম্ভব না। একটা সময় হবে যখন বুটজোড়া তুলে রাখতে হবে। আমি এখন খেলাটা চালিয়ে যাব। কিন্তু কতদিন সেটা বলা যাচ্ছে না।'