ভারতের অলিম্পিক দলে খেলোয়াড়ের চেয়ে সাপোর্ট স্টাফ বেশি
প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আর কয়েকদিন পরই প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিকের এবারের আসর। আসন্ন এ মহাযজ্ঞকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। যেখানে খেলোয়াড়ের চেয়ে সাপোর্ট স্টাফই বেশি। গত বুধবার ভারতের ক্রীড়ামন্ত্রী চূড়ান্ত তালিকার অনুমোদন দেয়।
আসন্ন আসরে দেশটির ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে যাচ্ছে। তাদের পাশাপাশি ১৪০ জন সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তা প্যারিসে যাবেন। তাদের মধ্যে ৭২ জনের খরচ দেবে দেশটির সরকার।
খেলোয়াড়দের তালিকায় নাম নেই আভা খাটুয়ার। তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ায় আভার অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আভা না থাকলেও ২৯ জন ক্রীড়াবিদ নিয়ে অ্যাথলেটিক্সে সবচেয়ে বড় দল ভারতের।
এদের মধ্যে ১১ জন মহিলা এবং ১৮ জন পুরুষ ক্রীড়াবিদ রয়েছেন। এর পরে রয়েছে শুটিংয়ে ২১ জন এবং হকিতে ১৯ জন। টেবিল টেনিসে আটজন এবং ব্যাডমিন্টনে সাতজন রয়েছেন।
কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে রয়েছেন ছয়জন করে। গলফে চারজন, টেনিসে তিনজন, সাঁতারে দু'জন, সেলিংয়ে দু'জন, অসি চালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে একজন করে রয়েছেন।
ভারতের অলিম্পিক সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন। এছাড়া গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও ৭২ জন থাকবেন
সরকারি খরচে।