অনিশ্চয়তায় ফুটবলের দুই টুর্নামেন্ট

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনেও ঘটে গেছে অনেক অনকাঙ্ক্ষিত ঘটনা। হামলার শিকার হয়েছে পেশাদার লিগের তিনটি ক্লাব। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিও উঠেছে। স্বাভাবিকভাবেই চলতি মৌসুমের দল বদলেও এর প্রভাব পড়েছে। এই অস্থির পরিস্থিতি বিবেচনা করে ফিফার কাছে আসছে মৌসুমের জন্য দলবদলের সময় বাড়ানোর আবেদন করেছিল বাফুফে। তবে তাদের সে আবেদন নাকচ করে ১৯ আগস্টের মধ্যেই দলবদল সম্পন্ন করার আদেশ দিয়েছে ফিফা। যে কারণে আসন্ন মৌসুমে দু'টি টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিগত কয়েকদিন হামলা, লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছে ঢাকা আবাহনী, শেখ জামাল ও ফর্টিস এফসির মতো ক্লাবগুলো। তাই তাদের আবেদন এবং বাকি ক্লাবগুলোও নিজেদের গুছিয়ে নিয়ে দলবদলের আরও কিছুটা সময় বাড়ানোর আবেদন করে। সে প্রেক্ষিতে ফিফায় আবেদন করে বাফুফে। কিন্তু ফিফা সেটা আমলে নেয়নি। নিয়ম অনুযায়ী বাফুফেরও সময় বাড়ানোর সাধ্য নেই। তাই ১৯ আগস্টের মধ্যেই দলবদল সম্পন্ন করতে হবে ক্লাবগুলোকে। তবে ফিফার এই সিদ্ধান্তে আসন্ন মৌসুমে পরিকল্পনায় থাকা দুই টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কায় বাফুফে পেশাদার লিগ কমিটি। আসছে মৌসুমে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের সঙ্গে নতুন দুই টুর্নামেন্টসহ মোট ৫টি টুর্নামেন্ট করার পরিকল্পনা ছিল বাফুফের। যোগ হওয়া দুই টুর্নামেন্টের একটি হলো কোটি টাকার সুপার কাপ পুনরায় মাঠে গড়ানো এবং পেশাদার লিগ এবং ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে চ্যালেঞ্জ কাপ আয়োজন। গত কয়েক বছরের ধারাবাহিকতায় স্বাধীনতা কাপ দিয়ে মৌসুমে শুরুর পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু সময়মতো এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কায় বাফুফে। এছাড়া পরিকল্পনায় থাকা কোটি টাকার সুপার কাপও এবার মাঠে ফিরছে কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, 'যেহেতু প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ এএফসির সঙ্গে সম্পৃক্ত; তাই এই দুটো টুর্নামেন্ট আমাদের করতেই হবে। আমরা সুপার কাপ চালু করার চিন্তা-ভাবনা করছিলাম, স্বাধীনতা কাপ নিয়ে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছি। চ্যালেঞ্জ কাপটা হয়তো করা যেতে পারে। যেহেতু সেটা একটি মাত্র ম্যাচ, সেটাতে হয়তো সময় লাগবে না। সেটা আমাদের পরিকল্পনায় এখনো আছে।' এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের আগে খেলা আয়োজনের সম্ভাবনা দেখছেন না ইমরুল হাসান। তাই দেরিতে মৌসুম শুরু হলে পরে সমন্বয় করে সূচি প্রণয়ন করে পরবর্তী দলবদলের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয়, সে পরিকল্পনায় এগোচ্ছে পেশাদার লিগ কমিটি। এ বিষয়ে ইমরুল বলেছেন,'লিগের খেলাগুলো শুক্র ও শনিবারে ছিল। সেক্ষেত্রে আমরা হয়তো এই দুই দিনের পাশাপাশি অন্যান্য দিনগুলোতেও খেলা রাখার চেষ্টা করব। যাতে পরবর্তী মৌসুম নির্ধারিত সময়ের মধ্যেই শুরু করা যায়।'