বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডের দারুণ জয়

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইমাম-উল-হকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু জনি বেয়ারস্টোর দায়িত্বশীল সেঞ্চুরিতে পাকিস্তানের সেই রান পাহাড় ডিঙিয়ে জয় তুলে নিয়েছে ইংলিশরা -ওয়েবসাইট
ইমাম-উল-হকের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। সাড়ে তিনশ রানের পুঁজি নিয়ে সিরিজে সমতায় ফেরার চেষ্টায় ছিল সফরকারীরা। কিন্তু জনি বেয়ারস্টোর ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের সেই রান পাহাড় ডিঙিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ইমাম-উল হকের ১৫১ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। জবাবে জনি বেয়ারস্টোরের ১২৮ রানের ইনিংসে ভর করে ৩১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। পাকিস্তানের দেয়া ৩৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৫৯ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া জেসন রয় ফেরেন ৫৫ বলে ৮টি চার ও চারটি ছক্কায় ৭৬ রান করে। এরপর তিনে ব্যাটিংয়ে নামা জো রুটকে সঙ্গে নিয়ে ফের ৭৫ রানের জুটি গড়েন বেয়ারস্টোর। এই জুটি গড়ার পথে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন বেয়ারস্টোর। মাত্র ৯৩ বলে ১৫টি চার ও পাঁচটি ছক্কায় ১২৮ রান করে আউট হন তিনি। তবে সাজঘরে ফেরার আগে ইংল্যান্ডের জয়ের পথটি তৈরি করে দিয়ে যান তিনি। ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন জো রুট। এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়তেই আউট বেন স্টোকস। ফেরার আগে ৩৮ বলে ৩৭ রান করেন তিনি। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক ইয়ন মরগান। ব্যক্তিগত ৪৬ রানে অপরাজিত ছিলেন মঈন আলী। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন থাকেন মরগান। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইমাম-উল-হকের ব্যাটিং তান্ডেবের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৮ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ইমাম-উলের সেঞ্চুরির দিনে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়েছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৫১ রান করেন ইমাম। ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানেই ইনিংস। তার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন আসিফ আলী। শেষ দিকে ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ বলে অপরাজিত ছিলেন হাসান আলী। রান উৎসবের ম্যাচে ৬৭ রানে চার উইকেট নেন ওকস। হারিসকে রান আউট করা টম কারান ২ উইকেট নেন ৭৪ রানে। আগামী শুক্রবার নটিংহ্যামে হবে চতুর্থ ওয়ানডে।