আয়াক্স এখন নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবল লিগে শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা আয়াক্সের খেলোয়াড়রা -ওয়েসাইট
নেদারল্যান্ডসে ঘরোয়া লিগে ফিরলো আয়াক্সের রাজত্ব। ২০১৪ সালের পর প্রথমবার জিতেছে তারা ডাচ লিগের শিরোপা। আর তাতে ১৭ বছর পর আবারও ঘরোয়া ডাবল জেতার আনন্দে মাতোয়ারা আমস্টারডামের এই ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে ডাচ লিগের শিরোপা জিতেছে আয়াক্স। বুধবার রাতে ডি গ্রাফসচ্যাপকে ৪-১ গোলে উড়িয়ে পাঁচ বছর পর লিগ শিরোপা ঘরে তুলেছে তারা। এর আগে ডাচ কাপের শিরোপা জেতায় ঘরোয়া ডাবল জিতেছে আয়াক্স। লিগ মৌসুমের শেষ খেলায় চ্যাম্পিয়ন হতে এরিক টেন হাখের দলের দরকার ছিল ১ পয়েন্ট। তবে পুরো ৩ পয়েন্ট নিয়েই লিগ শিরোপা জিতেছে তারা পিএসভি আইন্দহোফোনকে পেছনে ফেলে। পয়েন্টের হিসাবে আয়াক্সের সঙ্গে শিরোপার লড়াইয়ে ছিল কেবল তারাই। কিন্তু আয়াক্স শেষ ম্যাচে জিতে যাওয়ায় হেরাকলেসের বিপক্ষে ৩-১ গোলে জিতেও কোনো লাভ হয়নি পিএসভির। ডাচ ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব ক্লাব। কিন্তু ২০১৪ সালের পর থেকে তাদের ঘরে উঠেনি কোনো শিরোপা। এবারের ডাচ কাপের ফাইনালে উইলেম টুকে ৪-০ গোলে উড়িয়ে প্রথম শিরোপা উদযাপন করে তারা। সেই উৎসবের মাঝেই পাঁচ বছর পর লিগ শিরোপাও ঘরে ফিরিয়েছে আমস্টারডামের ক্লাবটি। আর যাতে ২০০১-০২ মৌসুমের পর আবারও ডাবল জিতলো আয়াক্স। সব মিলিয়ে তাদের ডাবল সংখ্যা এখন ৮টি। এই উৎসবটা আরও রঙিন হতে পারত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করতে পারলে। টটেনহামের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতে এসে ঘরের মাঠেও তারা এগিয়ে ছিল ২-০ গোলে, কিন্তু শেষ মুহূর্তের রূপকথার জন্ম দিয়ে আয়াক্সকে পেছনে ফেলে ফাইনালে উঠে যায় ইংলিশ ক্লাবটি। তারপরও ঘরোয়া ডাবল জেতাটা আয়াক্সের জন্য অনেক পাওয়া। বিশেষ করে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে এক মৌসুমে দুই শিরোপা জেতার আনন্দে মেতেছে তারা।