হকি কর্মকর্তাদের দৌড়ঝাঁপ

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে কেউ নতুন নন। সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দুই জনই ছিলেন সর্বশেষ অ্যাডহক কমিটির সহ-সভাপতি। বহুল প্রতিক্ষিত ফেডারেশনের নির্বাচনে তারা বিজয়ী হয়ে দেশের হকিকে আরো উচ্চতায় নেয়ার অঙ্গীকার করেছেন। নির্বাচিত হওয়ার দুই সপ্তাহ যেতে না যেতেই তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করেছেন। সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার এখন থাইল্যান্ডে, সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ মালয়েশিয়ায়। এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরামের সঙ্গে দেখা করে মমিনুল হক সাঈদ আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরের আয়োজক হওয়ার ইচ্ছে বাংলাদেশের। পাশপাশি কিছু বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট। মমিনুল হক সাঈদ জানিয়েছেন, 'এএইচএফ এর প্রধান নির্বাহী তৈয়ব ইকরামের সঙ্গে আমার খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসর আমরা আয়োজন করতে চাই। চূড়ান্ত নিশ্চয়তা দেননি তৈয়ব একরাম। তবে ৯০ ভাগ নিশ্চয়তা পেয়েছি। আশা করি, আগামী আসরটি ঢাকাতেই হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা পুরোপুরি নিশ্চয়তা না পেলেও জুনিয়র এশিয়া কাপ বাংলাদেশে হবে সে নিশ্চয়তা পেয়েছেন মমিনুল হক সাঈদ, 'চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার দৌড়ে আছে ভারত ও ওমান। তৈয়ব ইকরাম আমাকে যে আশার কথা শুনিয়েছেন তাতে বলতেই পারি এ টুর্নামেন্টে বাংলাদেশে হবে। এখন শুধু আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়ার অপেক্ষা। তবে জুনিয়র এশিয়া কাপ বাংলাদেশে হবে-এই নিশ্চয়তা পেয়েছি।' বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার বলেছেন, 'আজ (বৃহস্পতিবার) বিকেলে আমি সাক্ষাত করেছি থাইল্যান্ড হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চাইয়াপাক সিরিওয়াতের সঙ্গে। আগামী ১৫ থেকে ২২ জুলাই ব্যাংককে হবে এশিয়ান ইনডোর হকি। আমরা এ টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবো। তাই কোচ আনার উদ্যোগ নিয়েছি বিদেশ থেকে। যেহেতু আমার নতুন খেলছি তাই টুর্নামেন্টের আগে দুই সপ্তাহ যেন এখানে আমাদের দল ক্যাম্প করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করেছি থাই হকির শীর্ষ ব্যক্তির সঙ্গে।' আয়োজক দেশের হকির বস বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান আবদুর রশিদ শিকদার, 'আমাদের লক্ষ্য ১ জুলাই দল থাইল্যান্ড পাঠিয়ে দেয়া। এখানে এসে তারা অনুশীলন করবে, প্র্যাকটিস ম্যাচ খেলবে। তারপর অংশ নেবে টুর্নামেন্টে। থাই হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাকে বলেছেন বাংলাদেশ দলের আবাসনের জন্য একটি রিসোর্টের ব্যবস্থা করে দেবেন।'