ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন শারাপোভা

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নিষিদ্ধ ড্রাগ সেবন করে ১৫ মাস টেনিস থেকে নির্বাসিত ছিলেন তিনি। সেই ধাক্কা সামলে কোর্টে ফিরেছেন ২০১৭ সালের এপ্রিলে। কিন্তু তারপর থেকে সাফল্য অধরা হয়েই আছে মারিয়া শারাপোভার। তবে ফ্রেঞ্চ ওপেন নিয়ে স্বপ্ন ছিল ৩২ বছর বয়সী এই টেনিস তারকার। এই আসরে দুবারের চ্যাম্পিয়ন তিনি। গেল বছরই রোলা গঁ্যারোর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রাখেন। যদিও গারবিন মুগুরুসার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে হার মানেন। এবারও ক্লে কোর্টে ঝড় তুলতে চেয়েছিলেন শারাপোভা। কিন্তু দুর্ভাগ্য পিছু নিয়েছে তার। সেই পুরনো কাঁধের ব্যথায় কাঁবু তিনি। ২০১২ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন খেলছেন না ২৬ মে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনে। অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শারাপোভা জানান, 'অনেক সময় সঠিক সিদ্ধান্তগুলো নেয়া সহজ হয় না। তারপরও ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলাম আমি।' এখানেই শেষ নয়, রাশিয়ার এই গস্ন্যামার গার্ল আরও জানান, 'ভালো খবর হলো- ফের অনুশীলন কোর্টে ফিরেছি আমি। কাঁধে শক্তি ফিরে পাচ্ছি। কোর্টে ফেরার জন্য এটিই সঠিক সময় নয়। এবার প্যারিসকে খুবই মিস করবো। আশা করি আগামী বছর তোমার সঙ্গে দেখা হবে।'