জেমি ফিরলেই দল ঘোষণা

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ প্রাক বাছাইয়ে লাওস চ্যালেঞ্জ জুনে। গুরুত্বপূর্ণ এ আসরে জাতীয় দলের হেড কোচের দায়িত্বে থাকছেন জেমি ডে'ই। বাফুফের সহ-সভাপতি তাবিথ আওয়াল জানিয়েছেন ২৩ মে ঢাকা ফিরছেন জেমি। তিনি ফিরলেই তার সঙ্গে চুক্তি ও জাতীয় দল ঘোষণা করা হবে। ২৪ মে বাংলাদেশ দল নিয়ে থাইল্যান্ড চলে যাবেন এই কোচ। জেমি ডে'র সঙ্গে কাগজে কলমের চুক্তি শেষ হলেও তার দিক থেকে সবুজ সংকেত মিলেছে যে, আবারো বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকতে আগ্রহী এই ইংলিশম্যান। তবে বাংলাদেশের আসন্ন মিশনে ডাগ আউটে দাঁড়াতে হলে জেমির থাকতে হবে উয়েফা-প্রো লাইসেন্স। মূলত ঐ কোর্সটি শেষ করে ফিরতেই একটু বিলম্ব হচ্ছে এই ইংলিশ কোচের। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, 'ফিফার নিয়ম অনুযায়ী উয়েফা প্রো লাইসেন্সটা না থাকলে জেমি আমাদের ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। তার ঐ কোর্সটি শেষ হবে ২১ মে। কোচ আসার পর অনেকগুলো ফর্মালিটিস আছে সেগুলো সম্পন্ন করতে হবে।' এদিকে লাওস ম্যাচকে সমানে রেখে বাংলাদেশের কোচিং স্টাফে ফিরছেন ফিজিও সিমন্ট ম্যাল্টবি আর গোলরক্ষক কোচ ডিন মে। আপাতত ১ মাস হলেও পারফরমেন্সের ভিত্তিতে তাদের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে চায় ফেডারেশন। তাবিথ আউয়াল বলেন, আপাতত স্বল্পসময়ের জন্য চুক্তি করলেও তাদের সাথে আমরা পরবর্তীতে দীর্ঘমেয়াদে চুক্তি করবো।' কোচ আসার পরে ঘোষণা করা হবে লাওসের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল। বরাবরের মতো দল নির্বাচনে কোচের মতামতকেই প্রাধান্য দেয়া হবে বলে জানালেন তাবিথ আওয়াল, 'প্রথম কথা হলো কোচ কি ধরনের টিম বানাতে চান। প্রিমিয়ার লিগে কোন ফুটবলার ভালো করলো বা খারাপ করলো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে কোচের ফর্মেশন অনুযায়ী কারা থাকবে টিমে সেটি কোচই পছন্দ করবেন।' দেশের ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বেশি উচ্চারিত নামটি নিশ্চিতরূপেই লাওস। কারণ বিশ্বকাপের প্রাক বাছাইয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির বিপক্ষে লড়তে হবে টিম বাংলাদেশকে। আগামী ৬ ও ১১ জুন হবে ম্যাচ দুটি।