কক্ষপথে ফেরার স্বপ্ন দেখছেন শান্ত

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাজমুল হোসেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক পুরনো সতীর্থদের অনেকেই জাতীয় দলে নিজেদের অবস্থান মজবুত করে ফেলেছেন। পারেননি নাজমুল হোসেন শান্ত। যাদের সঙ্গে খেলে বয়সভিত্তিক পরিসর মাতিয়েছেন সেই মিরাজ, সাইফউদ্দিন, মোসাদ্দেক, মুস্তাফিজদের ছাড়া বাংলাদেশ দল এখন চিন্তা করাই কঠিন। অল্পদিনেই তারা হয়ে উঠেছেন ভরসা। সুযোগ কাজে লাগাতে পারলে বাঁহাতি ব্যাটসম্যান শান্তও হতে পারতেন তাদের দলের সারথি। প্রতিভাবান ব্যাটসম্যান হয়েও পথ হারিয়ে শান্ত পড়ে রইলেন আড়ালে, থাকলেন নিজের ছায়া হয়ে। ২০ বছর বয়সী টপঅর্ডার ব্যাটসম্যান শান্তর ব্যাটিং দক্ষতায় আস্থা ছিল সবার। অনুশীলনে ব্যাটিং আর ফিল্ডিং নিয়ে তার সিরিয়াসনেস খুব প্রশংসিত হত চন্ডিকা হাথুরুসিংহে ও তার অধীনে থাকা অন্য কোচদের আমলে। যার পুরস্কার, কুড়িতে পা রাখার আগেই ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে সুযোগ পান দুটি টেস্ট খেলার। বিসিবির এইচপি ক্যাম্প থেকে তাসমান সাগরপাড়ে গিয়ে অবশ্য সক্ষমতার ছাপ ফেলতে পারেননি এ তরুণ। পরে শান্তর ওয়ানডে খেলার সুযোগ আসে গত বছর, এশিয়া কাপে। টানা তিন ম্যাচে সুযোগ পেলেও ছিলেন বড্ড বেশি অনুজ্জ্বল। করেন মোটে ২০ রান। বড় মঞ্চে ব্যর্থতার ছাপ কিছুটা পড়েছে ঘরোয়া ক্রিকেটেও। ২২ গজে আগের মতো আর ধারাবাহিক নন। খারাপ সময় পেছনে ফেলতে ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠা তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন শান্ত। নিয়েছেন পরামর্শ, অনুপ্রেরণা। যেখান থেকে পেয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে খেলার ডাক, সেই এইচপি ক্যাম্প থেকেই কক্ষপথে ফেরার স্বপ্ন দেখছেন। ম্যাচসেন্স আর মানসিক শক্তি বৃদ্ধির পাঠ নিয়ে তৈরি হতে চান বাংলাদেশ দলের তিন নম্বর পজিশনটা নিজের করে নিতে। জাতীয় দলের আঙিনায় ঘুরে এসে আবার আপনি এইচপি ক্যাম্পে যোগ দেয়া প্রসঙ্গে শান্ত জানালেন, 'প্রথম যখন জাতীয় দলে ডাক পেলাম, এইচপি ক্যাম্প থেকেই গিয়েছিলাম বেশ কিছুদিন কাজ করার পর। এখন জাতীয় দলে নেই, আবার এইচপিতে আসছি। নিজের ব্যাটিং বা ফিল্ডিং যেটাই হোক, এখান থেকে সবকিছু উন্নতি করলে বাংলাদেশ দলে আবার একটা সুযোগ আসবে বলে মনে হয়।' বড় মঞ্চের জন্য প্রস্তুত হতে এইচপি ক্যাম্প কতটা সহায়ক? শান্ত বললেন, 'সামনের দিনগুলোতে যেসব জায়গায় উন্নতি করা দরকার আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য, ভালো পারফর্ম করার জন্য ওসব জায়গাতেই বেশি কাজ করব। সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া জরুরি, এসব নিয়ে কাজ করব এইচপি ক্যাম্পে।' জাতীয় দলে সুযোগের জন্য পুনরায় কী শূন্য থেকে শুরু করতে চান? শান্ত জানালেন, 'একটা জিনিস ভালো হয়েছে জাতীয় দলে বেশ কিছুদিন ক্যাম্প করেছি, কয়েকটা ম্যাচও খেলেছি। ওই জায়গাটা আসলে বুঝি, ওখানকার পরিবেশ। কীভাবে ভালো করা যায় সেই ধারণা কিছুটা হলেও আছে। নতুন করে শুরু করার কিছু নেই। ওই যে অভিজ্ঞতা সে অনুযায়ী এইচপি বা 'এ' টিম যেখানেই থাকি, সেটা (জাতীয় দলে থাকার অভিজ্ঞতা) অনুযায়ী যদি কাজ করতে পারি, তাহলে জাতীয় দলে ফিরলে আমার জন্য কাজটা সহজ হবে। যা শিখেছি চেষ্টা করবো এখানে কাজে লাগাতে।'