এফএ কাপ জিতে ম্যানসিটির ইতিহাস

ওয়েম্বলিতে রাহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে গোল উৎসব করেছে ম্যানসিটি। আর এতে লিগ কাপ ও প্রিমিয়ার লিগের পর এফএ কাপেও চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল তারা। টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ গোল করার যৌথ রেকর্ডও গড়েছে গার্দিওলার শিষ্যরা

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এফএ কাপের ট্রফি জিতে ইতিহাসে নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে ঘরোয়া ফুটবলে ত্রিমুকুট জিতল সিটিজেনরা। আর তাই ট্রফি নিয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন রাহিম স্টারলিং-কোম্পানিরা -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কখনও কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে না পারলেও পেপ গার্দিওলার হাত ধরে ইংলিশ ফুটবলে অভূতপূর্ব অর্জন করলো ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে ঘরোয়া ত্রিমুকুট জিতল সিটিজেনরা। এই ইতিহাস গড়ার পথে শনিবার রাতে রাহিম স্টারলিংয়ের দুর্দান্ত হ্যাটট্রিকে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়াটফোর্ডকে। চ্যাম্পিয়নদের অপর তিন গোলদাতা হলেন ডেভিড সিলভা, কেভিন ডি ব্রম্নইনে ও গ্যাব্রিয়েল জেসুস। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এটা তাদের ষষ্ঠ শিরোপা। এর আগে সবশেষ ২০১০-১১ মৌসুমে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ওয়েম্বলিতে রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে গোল উৎসব করেছে ম্যানসিটি। আর এতে লিগ কাপ ও প্রিমিয়ার লিগের পর এফএ কাপেও চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো তারা। টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ গোল করার যৌথ রেকর্ডও গড়েছে গার্দিওলার শিষ্যরা। ১৯০৩ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বিউরির গোল উৎসবের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। এরআগে লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দেখা পেয়েছিল দলটি। তাইতো প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ইংলিশ ফুটবলের তিনটি প্রতিযোগিতারই চ্যাম্পিয়ন হওয়ার দারুণ কীর্তি গড়ল গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ২৬তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় সিটি। রাহিম স্টার্লিংয়ের হেডে বাড়ানো বল পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন ডেভিড সিলভা। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টারলিং। বের্নার্দো সিলভার দারুণ পাস পেয়ে দুরূহ কোণ থেকে টোকা দেন জেসুস। বল লক্ষ্যেই ছিল, শেষ মুহূর্তে গোল লাইনের উপর থেকে ডান পায়ের শটে স্কোরলাইনে নাম লেখান ইংলিশ মিডফিল্ডার স্টারলিং। বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে কেভিন ডি ব্রইন ব্যবধান ৩-০ করেন। জেসুসের কাছ থেকে পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। সাত মিনিট পর আরেকটি পাল্টা আক্রমণে জয় নিশ্চিত করে ফেলেন জেসুস। মাঝমাঠের কাছ থেকে ডি-ব্রম্নইনের বাড়ানো বল ধরে অনেকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে পেস্নসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রাহিম স্টারলিং। এর আগে গত ২৪ ফেব্রম্নয়ারি এই মাঠেই চেলসিকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপ জিতে ইতিহাস গড়ার পথে চলা শুরু হয় ম্যানসিটির। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৪-১ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দলটি। সেই ধারাবাহিকতায় ওয়াটফোর্ডকে হারিয়ে এফএ কাপ জিতে 'ট্রেবল' জিতল গার্দিওলার ম্যানসিটি।