জুভেন্টাসের শিরোপা উৎসব

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সিরি'আতে চলতি মৌসুমের শিরোপা বেশ আগে ভাগেই নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস। রোববার রাতে আটালান্টার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষদিকের গোলে হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে টানা অষ্টমবার শিরোপা উচ্ছ্বাসে মাতে ক্রিশ্চিয়ানো রোনালদোরা -ওয়েবসাইট
পাঁচ ম্যাচ হাতে রেখে সিরি'আতে চলতি মৌসুমের শিরোপা বেশ আগেভাগেই নিশ্চিত করে রেখেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। তারপরও দলটি চেয়েছিল এই টুর্নামেন্টের শেষদিকের ম্যাচগুলো জিতেই শিরোপা উচ্ছ্বাসে মেতে উঠতে। কিন্তু তুরিনের ক্লাবটির সে আশা পূরণ হয়নি। রোববার রাতে আটালান্টার বিপক্ষে ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর শেষ দিকের লক্ষ্যভেদে হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে টানা অষ্টমবার শিরোপা উচ্ছ্বাসে মাতে দলটি। গত ডিসেম্বরে লিগের প্রথম পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে আটালান্টার মাঠ থেকে ২-২ ড্র করে ফিরেছিল জুভেন্টাস। ঘরের মাঠে রোববার প্রথমেই এগিয়ে যাওয়ার দারুণ শুরু নষ্ট করে জুভেন্টাস। পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অষ্টম মিনিটে ডাচ ডিফেন্ডার হান্স হাতেবুরের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। তবে ঠিকই ৩৩তম মিনিটে গোল হজম করতে হয় তুরিনের ক্লাবটির। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস দূরের পোস্টে পেয়ে টোকায় জাল খুঁজে নেন বসনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিচিচ। বিরতির আগে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করেন রোনালদো। যে কারণে তিনি রেগে যান। শুধু তাই রেফারির সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন। ফল হিসেবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা দেখেন হলুদ কার্ড। বিরতির পর সমতায় ফেরার জোর চেষ্টা চালায় জুভেন্টাস। কিন্তু ম্যাচের ৭১তম মিনিটে স্বাগতিক উল্টো পড়েছিল গোল হজম শঙ্কায়। যদিও এ যাত্রায় দলটিকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ইলিচিচের ফ্রি-কিকে বল বেস্নইস মাতুইদির মাথায় লেগে জালে টুকতে যাচ্ছিল। শেষ মুহূর্তে স্বাগতিক গোলরক্ষক কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। এর ৯ মিনিট পর মানজুকিচের দারুণ এক গোলে সমতায় ফেরে জুভেন্টাস। হুয়ান কুয়াদরাদোর উঁচু করে বাড়ানো বলে বাইলাইনে ঝাঁপিয়ে টোকা দেন আন্ট্রেয়া বারজাগলির বদলি নামা ক্রোয়াট ফরোয়ার্ড। বল গোলরক্ষকের পায়ে লেগে দূরের পোস্ট ছুঁয়ে ভিতরে ঢোকে। বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও পার্থক্য গড়ে দিতে পারেনি কেউ। যে কারণে ১-১ গোলের ড্র নিয়েই সিরি 'আ'-এর টানা আটবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতেন রোনালদোরা। আর এই জয়ে ৩৭ ম্যাচ থেকে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল জুভেন্টাস। আগামী রোববার শেষ রাউন্ডে সাম্পদোরিয়ার মাঠে খেলতে যাবে প্রতিযোগিতার সফলতম দলটি। নাপোলি ৭৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৬৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে আটালান্টা। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ইন্টার মিলান।