মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম বুধবার সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় বিপিএলের টাইটেল স্পন্সরের নাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তার সঙ্গে আমন্ত্রিত অতিথিরা -ওয়েবসাইট
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার অনেক নতুনত্ব থাকছে বলে কদিন ধরেই বলছিলেন বিসিবির কর্তারা। কিন্তু নির্দিষ্টভাবে আসলে কী উলেস্নখ্যযোগ্য নতুনত্ব থাকছে তা এখনো পরিষ্কার নয়। টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ডিজিটাল স্ক্রিনে করার কথা ছাড়া সামাজিকভাবে বিপিএলের প্রচার ও সম্পৃক্ততা বাড়ানোর কথা বলেছেন তারা। এর বাইরে
তাদের আর কোনো উদ্যোগ স্পষ্ট হয়নি।
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় টাইটেল স্পন্সর। এবার টুর্নামেন্টটির টাইলেট স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংক। মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে ব্যাংকটি কত টাকায় স্পন্সরশিপ কিনে নিয়েছে তা 'বিজনেস সিক্রেট' বলে আড়াল করেছে তারা। টুর্নামেন্টের স্পন্সরের সঙ্গে চুক্তিটা কত টাকায় সেটা জানতে চাওয়া হয়। কিন্তু ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডও আগেরবারের মতো বিষয়টি এড়িয়ে গেছেন।
আগের আসরগুলোতেও সম্প্রচার স্বত্বের টাকার অঙ্ক গোপন রাখত বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার ধারণা করা হয়েছিল, হয়তো নতুন বোর্ড স্পন্সরের অঙ্কের কথা জানাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটিও হয়নি। বোর্ডের নেতৃত্বে বদল আসলেও টাকার অঙ্ক গোপনই রয়েছে। অথচ বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া টাকার হিসাব নিয়মিতই প্রকাশ করা হয়ে থাকে। বিসিবি মাত্রার কাছ থেকে এবার কত টাকা পাচ্ছে তাও জানায়নি। তবে এক সূত্রে জানা গেছে পূর্বের চুক্তি অনুযায়ী সাড়ে ৫ কোটি টাকা পাবে বিসিবি।
তরুণ প্রজন্মের সর্বআগ্রহের আসর বিপিএল টি-টোয়েন্টি নতুনভাবে, অদম্য জমকালো আয়োজনে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ ও পরিকল্পনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ সরকারের আরও ৯টি মন্ত্রণালয় ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতায় কীভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করেন বিপিএল গভর্নিং কাউন্সিরের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। তিনি মনে করেন, 'বিপিএল যেহেতু তারুণ্যের আয়োজন
তাই এই আসরে জুলাই বিপস্নবে তারুণ্যের বিজয়ের
ছোঁয়ায় বর্ণিল হবে।'
এবার দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা হবে উলেস্নখ করে ফাহিম আরও বলেছেন, 'খেলা দেখতে যারা আসবেন তারা যেন একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি যেতে পারেন। মাঠে ঢোকা থেকে শুরু করে নিরাপদে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারে সেই চিন্তা করছি। পুরো পরিবার নিয়ে যেন আসতে পারে সেই ব্যবস্থা থাকবে।'
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। চলবে ২০২৫ সালের ৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত। মোট ৭টি দল অংশ নেবে এই আসরে। ম্যাচগুলো হবে আগের মতোই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। বিপিএলের আগের দশ আসরের মধ্যে দুইবার এলইডি বোর্ড ছিল। এবারও সেটা ফিরছে। ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জানানো হয়, বিপিএল আরও জমকালো
উপস্থাপনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ও সাইড স্ক্রিণে স্ট্যাটেটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড বসানো হবে।
টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন।