বার্সেলোনার গোল উৎসব
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
মোনাকোর মাঠে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল বার্সেলোনার। ওই হতাশা তারা কাটিয়ে উঠতে সময় নেয়নি। ইউরোপ সেরার মঞ্চে একের পর এক দাপুটে জয় আদায় করে নিচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। বুধবার রেড স্টার বেলগ্রেডের মাঠে ৫-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ১৪ গোল করেছে তারা। আর সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ে ২৪ গোল! এর মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার সাফল্যও আছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বার্সা ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে গেল। আর কোনো পয়েন্ট না পেয়ে ৩৫তম রেড স্টার। গত রোববার লা লিগায় ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারানো বার্সা দুটি পরিবর্তন নিয়ে বেলগ্রেডে খেলতে নামে। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠার পর প্রথমবার একাদশে জায়গা পান ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং। গোলমুখ খুলতে স্প্যানিশ দলের মাত্র ১৩ মিনিট লেগেছে। রাফিনহার ফ্রি কিকে গোলপোস্টের সামনে দাঁড়ানো ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ হেড করে জালে বল ঠেলে দেন। ১৪ মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে বার্সা আক্রমণাত্মক অফসাইড ফাঁদ এড়িয়ে সিলাস কাতোম্পা-এমভুম্পা
গোল করে সমতা ফেরান।
বার্সা হাল ছাড়েনি।