নিষিদ্ধ জোসেফ
প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের সময় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের সঙ্গে মতবিরোধ হয়েছিল আলজারি জোসেফের। তারপর অনুমতি ছাড়াই মাঠের বাইরে চলে যান ক্যারিবিয়ান ফাস্ট বোলার। এই কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এই ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জোসেফ। তিনি স্বীকার করেছেন, কাজটি আবেগের বশে করেছেন। একই সঙ্গে ব্যক্তিগতভাবে অধিনায়ক হোপ, দলের সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। ব্রিজটাউনে ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। ফিল্ড পেস্নসমেন্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না জোসেফ। হোপের সঙ্গে দ্বিমত পোষণ করেন। চতুর্থ বলে কট বিহাইন্ডে জর্ডান কক্সকে ফেরালেও সতীর্থদের সঙ্গে উদযাপন করেননি জোসেফ।