স্পেন দলে কাসাদো
প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্ক কাসাদো। প্রথমবারের মতো স্পেন জাতীয় দলের দুয়ার খুলল বার্সেলোনার ২১ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য।
কাসাদোসহ তিন নতুন মুখকে নিয়ে নেশন্স লিগে আসছে দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ২৬ সদস্যের স্কোয়াডে নতুন অন্য দুজন হলেন, পোর্তোর ২০ বছর বয়সি ফরোয়ার্ড সামু ওমোরোদিওন ও আথলেতিক বিলবাওয়ের ২৪ বছর বয়সি ডিফেন্ডার আইতর পারেদেস।