'নিষিদ্ধ হলেও মেসির জার্সি থাকবে স্টেডিয়ামে'

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগেই বিতর্কের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। নিজেদের মাঠে আজ শুক্রবার সকালে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে তারা। কিন্তু ম্যাচের আগে লিওনেল মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞাটা অবশ্য শুধু প্যারাগুয়ের ভক্তদের জন্য। যারা স্বাগতিক হয়েও মাঠে নিজ দেশ বাদ দিয়ে মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সি পরে আসতে চান- বিধি-নিষেধটা শুধু তাদের জন্য। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া ম্যাচের আগে এভাবেই স্বাগতিকদের সতর্ক করেছেন, 'আমরা অন্য দলের জার্সি পরে মাঠে প্রবেশের অনুমতি দেব না। মেসির বিপক্ষে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি। কিন্তু হোম গ্রাউন্ড আমাদের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।' ম্যাচের আগে এই নিষেধাজ্ঞার প্রসঙ্গই স্থান পেয়েছে সংবাদ সম্মেলনে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি মনে করেন, নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টিনার জার্সি শোভা পাবে স্বাগতিকদের গ্যালারিতে, 'যৌক্তিকভাবে প্যারাগুয়ে ফুটবলার, সেখানকার ভক্তরা জাতীয় দলের জার্সিই পরবে। কিন্তু একজন মেসি তাদের চেয়েও বড়। ফলে এখানে আর্জেন্টিনার জার্সি থাকাটা অসম্ভব কিছু না।'