ফিফার সিদ্ধান্তে কাতারে স্বস্তি

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০২২ সালে হতে যাওয়া কাতার বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। গত বছরের শুরুতে ৩২ দলের বদলে ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। পরে গত অক্টোবরে কাতার বিশ্বকাপও ৪৮ দল নিয়ে করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেক্ষেত্রে কাতারের সঙ্গে অন্য দেশকেও আয়োজক করার প্রয়োজন হতো। তবে পুরো বিষয়টি পর্যালোচনা করে তা 'সম্ভব নয়' বলে জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। অবশেষে গুঞ্জন বাস্তবতার ছোঁয়া পায়নি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ৩২ দলই থাকছে। ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্তে দারুণ খুশি কাতারের আয়োজকরা। ফিফা সিদ্ধান্ত থেকে না আসলে বিপাকেই পড়ত মধ্যপ্রাচ্যের দেশটি। ৪৮ দেশের আয়োজন হলে একা স্বাগতিক হতে পারত না কাতার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে হতো তাদের। এমনিতেই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে দেশটির। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ দিয়ে রেখেছে দেশ সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। কুয়েত এবং ওমানের সঙ্গে সম্পর্কটা ভালো থাকলেও এই দুটি দেশের বিশ্বকাপ আয়োজনের অবকাঠামো নেই। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক অচলাবস্থার কারণেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ফিফা। ঠিক এমন সময়ে ফিফার ঘোষণা দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে কাতার। যদিও ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেনি তারা। তবে সভাপতি জিয়ান্নি ইনফানতিনো জানিয়েছেন, এখনই বিশ্বকাপের দলসংখ্যা বাড়ছে না। ফিফা জানিয়েছে-আয়োজক দেশের পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিস্তারিত মূল্যায়ন করে আগের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। ৪৮ দেশের বিশ্বকাপের প্রস্তাবটি এখন কার্যকর করা সম্ভব নয়। কাতার বিশ্বকাপ-২০২২ আগের পরিকল্পনামাফিক ৩২ দল নিয়েই অনুষ্ঠিত হবে। এমন খবরে আয়োজক দেশ ২০২২ বিশ্বকাপের কাতার এক বিবৃতিতে জানায়, 'টুর্নামেন্ট শুরু হতে এখনো সাড়ে তিন বছর বাকি রয়েছে। ৩২ দেশের অংশগ্রহণে এ যাবত-কালের সবচেয়ে ভালো বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার প্রস্তত।' এর আগে জিয়ান্নি ইনফান্তিনো জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ করার বিষয়টি ২০২৬ সাল থেকে এগিয়ে ২০২২ সালে করার কথা ভাবছেন তারা। এনিয়ে এক দীর্ঘ আলোচনা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তবে এটা অনেকটাই নিশ্চিত ২০২৬ সালের বিশ্বকাপে খেলবে ৪৮ দেশ। সেই বিশ্বকাপটিও হবে বড় পরিসরে। আয়োজক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ফুটবলকে আরও বেশি করে ছড়িয়ে দিতেই দেশের সংখ্যা বাড়াছে ফিফা।