বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সাকিব

প্রকৃতই এবার আমাদের টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে বলে মনে করি। তবে অবশ্যই আমাদের ধারাবাহিক পারফর্ম করতে হবে। তা করতে পারলে নকআউট পর্বে উঠতে পারব এবং সেখান থেকে এগিয়ে যাওয়া যাবে। এবার আমরা ভালো করব সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। বেশ আগে থেকেই এ ধারণা করেছেন অনেকেই। তবে ইংল্যান্ড রওনা হওয়ার আগে টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও অঘটন হবে না। নড়াইল এক্সপ্রেসের কথা সঙ্গে এবার সুর মিলিয়েছেন সাকিব আল হাসানও। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে এ অলরাউন্ডার বলেছেন, এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ১৯৯২ বিশ্বকাপের মতো এবার লিগ পর্বে সবদল সবার মুখোমুখি হবে একবার করে। সেখান থেকে পয়েন্ট টেবিলের ভিত্তিতে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এরপর জিতলেই ফাইনাল। তখন আর একটি ম্যাচ জিতলেই শিরোপা উৎসব। এ সুবিধা থাকছে এবারের বিশ্বকাপে অংশ নেয়া দশ দলেরই। তবে সাকিব বলছেন, ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশকে বিশ্বকাপের নকআউটে কিংবা আরেক ধাপ এগিয়ে নিতে পারে, 'প্রকৃতই এবার আমাদের টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে বলে মনে করি। তবে অবশ্যই আমাদের ধারাবাহিক পারফর্ম করতে হবে। তা করতে পারলে নকআউট পর্বে উঠতে পারব এবং সেখান থেকে এগিয়ে যাওয়া যাবে। এবার আমরা ভালো করব সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।' সাকিব আশা করেন এবার বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। এজন্য অবশ্য অনেক কঠিন পথ অপেক্ষা করছে। যা পাড়ি দিতে চান এ অলরাউন্ডার, 'বাংলাদেশ শিরোপা জিতবে অবশ্যই সে আশা করি। তবে এ জন্য এক সঙ্গে অনেককিছু কাজ করতে হবে। আইপিএলে আমি বেশি খেলিনি, বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। অনুশীলনে নিজের পুরোটাই নিংড়ে দিয়েছি।' বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, 'আমি মনে করি এবার আমাদের বিশ্বকাপ জেতার সত্যিকারের সুযোগ রয়েছে। তবে ফরম্যাটের কথা চিন্তা করলে, একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আমরা যদি এটা নিশ্চিত করতে পারি, তাহলে সেমিফাইনালে খেলার টিকিট পেয়ে যাব এবং সেখান থেকে সামনের দিকে যেতে হবে। এবার আমরা ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।' বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে যে অভিজ্ঞতা দরকার এবার তা বাংলাদেশের আছে বলেই মনে করন সাকিব। তবে ধারাবাহিকতায় বেশি জরুরি মনে হয়েছে তার, 'আমি মনে করি আমাদের এবারের দলটা অনেক শক্তিশালী। তবে আমি বোলিং নিয়ে খানিক চিন্তায় আছি। নতুন বল কিংবা ডেথ ওভারে বোলিং- আমাদের কাজ করতে হবে। তবে আমি আশাবাদী এবার আমরা ভালো একটা টুর্নামেন্ট কাটাব। আমাদের অভিজ্ঞতা আছে। ৩-৪টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা খেলোয়াড় রয়েছে দলে। যে কারণে আমরা জানি আমাদের করণীয় সম্পর্কে।' দ্বাদশ বিশ্বকাপে অনেকেই ভারত ও ইংল্যান্ডকে হট ফেবারিটের তকমা দিয়েছেন। কিন্তু সাকিব বলছেন, ওই তকমা বিশ্বকাপ জিততে পারবে না ভারত-ইংল্যান্ড। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে কঠোর হয়ে খেলতে হয়। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজও ঠিক সময় ভালো করছে। সত্যি বলতে, প্রতিটি দলই লড়াইয়ের জন্য প্রস্তুত, 'ইংল্যান্ড ও ভারত অবশ্যই ফেবারিট। তবে এ তকমা তাদের শিরোপা জেতাতে পারবে না। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে আপনাকে কঠোর হয়ে খেলতে হবে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজও ঠিক সময়মতো ভালো করছে। সত্যি বলতে, প্রতিটি দলই লড়াইয়ের জন্য প্রস্তুত। নির্দিষ্ট দিনে কে ভালো করবে তার ওপর সব নির্ভর করছে।' বিশ্বকাপের মূল লড়াই শুরু হতে বাকি আর ৫ দিন। কিন্তু এ টুর্নামেন্টে বাংলাদেশের পথচলা শুরু হবে আগামী ২ জুন। ওইদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম টাইগার্স। তার আগে আগামী ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল। ওই ম্যাচ দুটির ফলাফলই বলে দেবে দ্বাদশ বিশ্বকাপের মূল লড়াইয়ের জন্য কতটুকু প্রস্তুত স্টিভ রোডসের শিষ্যরা।