থাইল্যান্ডে দশ দিনের ক্যাম্পে ফুটবল দল

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কাতার বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বে লাওসের বিপক্ষে ম্যাচে লড়াইয়ের আগে প্রস্তুতি নিতে শুক্রবার থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ফুটবল দল। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলারদের মুহূর্ত -বাফুফে
আগেরদিনই ঢাকায় পা রেখেছেন তিনি। বিশ্রামেরও সুযোগ মিলেনি। বৃহস্পতিবার বিকালে জেমি ডে ঘোষণা করেন ২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। কাতার বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বে লাওসের বিপক্ষে ম্যাচ জামাল ভুঁইয়াদের। সেই লড়াইয়ে আগে প্রস্তুতি নিতে দল নিয়ে শুক্রবার দুপুরে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন বাংলাদেশ কোচ। ১০ দিনের ক্যাম্প চলবে ব্যাংককে। স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। এরপর ৩ জুন লাওস যাবে দল। প্রথম পর্বের ম্যাচ ৬ জুন। জানা গেছে, ফিটনেস কোচ সিমন্স জেন্স মেল্টবাই ও সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস দলের সঙ্গে যুক্ত হবেন থাইল্যান্ডে। ম্যানচেস্টার সিটির সাবেক গোলরক্ষক রবার্ট অ্যান্ড্রু মিমসকে গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের প্রাক বাছাইয়ে লাওস ম্যাচ পর্যন্ত তাকে পাচ্ছে দল। এবার জাতীয় দল ঘোষণায় অভিজ্ঞদেরই মূল্যায়ন করেছেন কোচ জেমি ডে। দলে ফিরিয়েছেন নাসিরউদ্দিন চৌধুরীকে। ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমানের ইনজুরিতে থাকায় ডাক পেলেন অভিজ্ঞ মামুনুল ইসলাম। ঘরোয়া ফুটবলে আবাহনীর হয়ে ছন্দে ফিরেছেন এই তারকা খেলোয়াড়। গোলকিপার শহীদুল আলমের ইনজুরিতে কাবু। এ কারণে আনিসুর রহমান, আশরাফুল ইসলামের সঙ্গে দলে আছেন মাজহারুল ইসলাম। দল নিয়ে বেশ আশাবাদী কোচ জেমি ডে। বাংলাদেশের এই ইংলিশ কোচ দেশ ছাড়ার আগে জানাচ্ছিলেন, 'এই পেস্ন-অফের এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে। লাওসকে নিয়ে আমার বেশ ধারণা আছে। এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি আমি।' র্ যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে আছে লাওস। বাংলাদেশ ১৮৮ নম্বরে। দুই লেগ মিলিয়ে জিতলেই কাতার বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলা নিশ্চিত করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ফিরতি পর্বে লাওসের সঙ্গে লড়াই ১১ জুন, ঢাকায়। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল: গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও মাজহারুল ইসলাম হিমেল। রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, নাসিরউদ্দিন চৌধুরী। মাঝমাঠ: ইমন মাহমুদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম। আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ ও আরিফুর রহমান।