বিশ্বকাপে পরিবারহীন পাকিস্তান!

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পাকিস্তানের খেলোয়াড়দের মানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির নতুন নীতিমালা অনুযায়ী যদি কোনও ক্রিকেটারের পরিবারের সদস্য তার সঙ্গে ভ্রমণ করতে চায়, তাহলে সেটা করতে হবে ব্যক্তিগত উদ্যোগে। শুধু খেলার প্রতি ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখতেই নতুন নীতিমালায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। পরিবার সঙ্গে থাকায় মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে, এমন আশঙ্কা থেকেই পিসিবি এই ব্যবস্থা নিয়েছে। তবে বিশেষ বিবেচনায় শুধু হারিস সোহেল পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটারদের সঙ্গে থাকার অনুমতি পেয়েছিলেন তাদের স্ত্রী ও পরিবারের সদস্যরা। কিন্তু সিরিজ শেষ হতেই খেলোয়াড়দের নতুন নীতিমালার কথা জানান টিম ম্যানেজার।