সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রান ঠেকানোর উপায় বাতলে দিলেন শচিন ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন শচিন টেন্ডুলকার। নায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন অনেকবার। এবারের বিশ্বকাপে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রান হওয়ার অনুমান করা হচ্ছে। রান হলে তো তার ভালো লাগারই কথা। কিন্তু রান উৎসবের আগাম ধারণা পেয়ে কিংবদন্তি ব্যাটসম্যান হয়েও বোলারদের জন্য মায়া ঝরল শচিনের কণ্ঠে। বিশ্বকাপে তাই রান উৎসব ঠেকাতে বোলারদের কিছু উপায়ও বাতলে দিয়েছেন তিনি। উইকেটের সুবিধা থাকছে, বলও থাকছে শক্ত। এসব কারণে বোলাররা ওয়ানডেতে আর রিভার্স সু্যয়িং করাতে পারেন না, শচিন তাদের সময়ের কথা ভেবে বরং আক্ষেপ করলেন, 'দুইটা নতুন বলের কারণে সাড়ে তিনশ রান হচ্ছে। এমনকি ৪৬ ও ৪৭ ওভারের সময়ও বল থাকে ২৩ বা ২৪ ওভার পুরনো। কাজেই এটা ওইকরম পুরনো হয় না। তখন ওই বল দিয়ে রিভার্স করানো যায় না। আমরা যখন খেলতাম সেই আগের নিয়মে একটা বল দিয়েই খেলা হতো। ২৮ ওভারের পরই বল রিভার্স করত।' পরিস্থিতি, বাণিজ্যিক চাহিদা সবই বোলারদের বিপক্ষে। তবু এরমধ্যেও বোলারদের সাফল্য আনার পথ আছে শচিনের কাছে। ইংল্যান্ডের উইকেটেও স্পিনারদের ভূমিকা বড় করে দেখছেন শচিন, 'এখন বল সব সময় শক্তই থাকে, শাইন থাকে, ফিল্ডিং রেস্ট্রিকশন তো আছেই। এসব মিলিয়ে বোলারদের বাড়তি চাপে থাকতে হয়। আমি মনে করি মাঝের ওভারে যদি কোয়ালিটি স্পিনার বল করে, তাহলে তারা উইকেট পেতে পারে। আসলে বোলিং জুটির ব্যাপার আছে এখানে। মানসম্মত বোলাররা যদি জুটি গড়ে বল করতে পারে তাহলে ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করা সম্ভব। রান বন্যা ঠেকানোর এটা একটা উপায়।' রোনালদোর নতুন সঙ্গী ফেলিস ক্রীড়া ডেস্ক আগামী জুনে হতে যাওয়া উয়েফা নেশন্স লিগের মূল পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলবেন বলে আগেই জানিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। তারকা ফরোয়ার্ডসহ বেনফিকার হয়ে চমক জাগানো তরুণ জোয়াও ফেলিসকে নিয়ে দল ঘোষণা করেছে দেশটি। রাশিয়া বিশ্বকাপের পর নেশন্স লিগের বাছাই পর্বসহ ছয়টি ম্যাচে খেলেননি রোনালদো। চলতি বছরের মার্চে ইউরো ২০২০-এর বাছাইপর্বের ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। আগামী ৫ জুন নেশন্স লিগের সেমিফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচের জয়ী দল চার দিন পর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের। প্রতিযোগিতাটির অভিষেক আসরের ফাইনালসে ইউরো চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন দেশটির ইতিহাসে সর্বোচ্চ ১৫৬ ম্যাচ খেলে সর্বাধিক ৮৫ গোল করা রোনালদো। গত বছর রাশিয়া বিশ্বকাপের পর নেশন্স লিগের বাছাই পর্বসহ জাতীয় দলের ছয়টি ম্যাচে খেলেননি ৩৪ বছর বয়সী রোনালদো। নেশন্স লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন ফেলিস। বেনফিকার হয়ে অভিষেক মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্সে কোচ সান্তোসের আস্থা অর্জন করেছেন ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড। এর আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন ফেলিস।