থাইল্যান্ডে অনুশীলনে জামালরা

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ প্রাক বাছাই ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুক্রবার থাইল্যান্ড গেছে। দশ দিনের প্রস্তুতি ক্যাম্পের প্রথমদিনে গতকাল শনিবার ব্যাংককের এয়ারফোর্স ফুটবল মাঠে দেড় ঘণ্টা অনুশীলন করেছে জামাল ভুইয়ার নেতৃত্বাধীন দলটি -বাফুফে
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কঠিন পরীক্ষা জুনে। সেই পরীক্ষার আগে থাইল্যান্ডের ব্যাংককে প্রস্তুতি ক্যাম্প নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। কারণ মূল লড়াইয়ের আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। এর প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। যেখানে প্রতিপক্ষ থাকবে থাই লিগের ক্লাব এয়ার ফোর্স এসসি। ১ জুন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পাচ্ছে ওই দেশেরই লিগের আরেক ক্লাব বিজি পাথম ইউনাইটেড এফসিকে। ক্যাম্প করতে গত ২৪ মে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে দলের সবাই সুস্থ আছে। বাংলাদেশ দল সেখানে এশিয়া এয়ারপোর্ট হোটেলে থাকবে। হোটেলের পরিবেশ এবং থাইল্যান্ডের আবহাওয়া খুবই পছন্দ হয়েছে দলের ফুটবলারদের। সেখানে বর্তমানে তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রির মধ্যে। শনিবার বাংলাদেশ দল তাদের প্রথম অনুশীলন পর্ব শেষ করেছে। সকাল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ব্যাংককের এয়ার ফোর্স ফুটবল গ্রাউন্ডে ট্রেনিং করেছেন জামাল-মামুনুলরা। সকালের অনুশীলন শেষে সাঁতার কেটে রিকভারি সেশন করেছেন জেমির শিষ্যরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম পর্বে আগামী ৬ ও ১১ জুন লাওসের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হিমেল, টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, জামাল ভুইয়া, মাশুক মিয়া জনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান, বিপলু আহমেদ, রবিউল হাসান, মতিন মিয়া, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল ও তৌহিদুল আলম সবুজ।