এশিয়ান স্কুল দাবা খেলতে থাইল্যান্ডে সাউথ পয়েন্ট স্কুল

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সাউথ পয়েন্ট স্কুল দাবা দল
১৮তম এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল দাবা দল। সাউথ স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.) খেলোয়াড়দের শুভ কামনা জানান। এ সময় অধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন- সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা মো. সাখাওয়াত উলস্নাহ। বাংলাদেশ স্কুল দাবা দলের নেতৃত্ব দিচ্ছেন- মাহমুদ হক চৌধুরী মলি। সাউথ পয়েন্ট স্কুলের দাবারুরা হলো- ওমেন ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবু (অ- ১৩), জাতীয় যুব দাবার চ্যাম্পিয়ন মুহতাদী তাজওয়ার নাশীদ, রানার্সআপ সিদরাতুল মুনতাহা (বালিকা, অ-১১), জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত যুব গেমস চ্যাম্পিয়ন সাফায়াত কিবরিয়া আযান (অ-১১), অনূর্ধ্ব-৮ ২০২৩ এর বাংলাদেশ চ্যাম্পিয়ন রাইয়ান রশিদ মুগ্ধ (অ-৯)ও সর্ব কনিষ্ঠ দাবারু আজান মাহমুদ (অ-৭)। গত তিন বছর যাবত এশিয়ান স্কুল দাবার চ্যাম্পিয়ন শিরোপা ধরে রেখেছে সাউথ পয়েন্টের শিক্ষার্থী ওমেন ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবু। এশিয়ার বিভিন্ন দেশের ৫৫৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ১-১১ ডিসেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি