প্রিমিয়ার লিগে ফের লম্বা বিরতি

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৬তম রাউন্ড শেষে পড়েছে লম্বা বিরতি। ২২ দিনের বিরতি শেষে আগামী ১৫ জুন থেকে আবারও মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের অন্যতম আকর্ষণীয় এ আসরটি। ১৬তম রাউন্ড শেষে শীর্ষে থেকে শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে আছে নবাগত শক্তি বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত তারা খেলেছে ১৫টি ম্যাচ। টিম বিজেএমসির কাছে ১ পয়েন্ট না হারালে সব ক'টি ম্যাচেই জয় থাকত তাদের। কারণ এখনো কোনো দলই হারাতে পারেনি কিংসদের। ১৪ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। কাগজেকলমে এখনো অন্যদের শিরোপা সম্ভাবনা টিকে থাকলেও ফুটবল বোদ্ধাদের ধারণা এবার হয়তো নতুন এক চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। আর সেই দলটি হচ্ছে বসুন্ধরা কিংস। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ৩ হারে তারা বসুন্ধরা থেকে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে। যে কারণে শিরোপা ধরে রাখাটা তাদের জন্য সহজ হচ্ছে না। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল। তারা খেলেছে ১৩ ম্যাচ। ১৫ ম্যাচ খেলা সাইফেরও সমান ৩০ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় তারা আছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ ক্রীড়া সংঘ। এর পরের স্থানেই আছে গত আসরে চমক দেখিয়ে রানার্স আপ হওয়া দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের ১৮ পয়েন্ট- খেলেছে ১৫ ম্যাচ। জয় পেয়েছে মাত্র ৪ টিতে। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে একধাপ নিচে চট্টগ্রাম আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে মুক্তিযোদ্ধা। রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। দ্বিতীয় লেগে কিছুটা ঘুরে দাঁড়িয়ে দশম স্থানে আছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অবনমন ঠেকানোর কাঙ্ক্ষিত লক্ষ্যে সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে তারা। ৯ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব।