মায়োর্কাকে গুঁড়িয়ে জয়ে ফিরল বার্সা
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। রিয়াল মায়োর্কার বিপক্ষে অনেকগুলো সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে অবস্থান সংহত করল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। চারটি গোল করেছে তারা ম্যাচের দ্বিতীয়ার্ধে। এদিনের এই জয়ে ১৬ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট হলো বার্সেলোর। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা। ম্যাচের শুরুতে ফেররান তরেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান মারিকি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলকে ফের এগিয়ে নেওয়ার পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনহা। বদলি নেমে পরের দুটি গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তর।
জয়ে ফেরার লক্ষ্যে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় কাতালান দলটি। দানি ওলমোর পায়ে লেগে যাওয়া বল বক্সের ভেতর ক্লিয়ারের চেষ্টায় সতীর্থের পায়ে মারেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বলে শট নেন ফেররান, গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায় বল। ১৯তম মিনিটে আলেহান্দ্রো বালেদর পাসে বক্সে ফেররানের ভলি ফিরিয়ে দেন গোলরক্ষক।