জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কিছুদিন আগে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে রবার্তো লেভানদভস্কির জোড়ায় লাইপজিগকে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে নিকো কোভাচের দল। দুই মৌসুম পর আবারও ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক রবার্তো লেভানদভস্কির জোড়ায় লাইপজিগকে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। বার্লিনে শনিবার রাতে ফাইনালে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে নিকো কোভাচের দল। দলটির অন্য গোলটি করেন কিংসলে কোমান। দুই মৌসুম পর আবারও ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন। বায়ার্ন অবশ্য ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল। কিন্তু চোট কাটিয়ে ফেরা গোলরক্ষক মানুয়েল নু্যয়ারের নৈপুণ্যে ম্যাচের দশম মিনিটে বেঁচে যায় তারা। ডেনমার্কের ফরোয়ার্ড ইউসুফ পৌলসেনের হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন জার্মান গোলরক্ষক। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবার ক্রসে হেডে জাল খুঁজে নেন এবারের বুন্ডেসলিগায় সর্বোচ্চ ২২ গোল করা লেভানদভস্কি। বিরতির পর শুরুতই সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে লাইপজিগের সুইডিশ মিডফিল্ডার এমিল ফর্সবার্গ। বায়ার্ন গোলরক্ষক নূ্যয়ারকে একা পেয়েও জালের দেখা পাননি তিনি। তবে বসে ছিল না বায়ার্ন। ম্যাচের ৭৮তম মিনিটে উল্টো আবারও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শিরোপা স্বপ্ন আরও জোরালো করে। সে সময় ডান পায়ে বল নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান কোমান। এর ৭ মিনিট পর চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেভানদভস্কি। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার ৪০তম গোল। জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে রেকর্ড ১৯তম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। এর আগে গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে গোল উৎসব করে বুন্দেসলিগায় টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল নিকো কোভাচের দলটি।