সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের হারিয়ে সমতায় সিরিজ শেষ করে মেহেদি হাসান মিরাজের দল।
লাল বলের ক্রিকেটে পাওয়ার সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়ানডেতে ক্যারিবিয়ানদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। জ্যামাইকা থেকে একরাশ সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ দল এখন সেন্ট কিটসে। ওয়ানডে সিরিজ খেলতে আজ শুক্রবার সেন্ট কিটসে পৌঁছেছে মেহেদী হাসান মিরাজের দল।
জ্যামাইকা থেকে সেন্ট কিটসে যাওয়ার সময় বিমান বন্দরে সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামিকে নিয়ে আড্ডায় মেতেছিলেন মিরাজরা। কিছুক্ষণ ছিল তাদের জমজমাট আড্ডা। হয়তো ফিরে গিয়েছিলেন বিপিএলের স্মৃতিতে।
আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এর আগে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া বেস্নডস।
মিন্ডলির এখনো ওয়ানডে অভিষেক হয়নি। তবে তিনি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। ওয়ানডে দলে সুযোগ পেলেন এবারই প্রথমবার। বেস্নডস জাতীয় দলের যেকোনো সংস্করণেই জায়গা পেলেন এবার প্রথমবার।
বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউলস্নাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রম্নব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া বেস্নডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।