চ্যাম্পিয়নস ট্রফি ইসু্যতে পিসিবির শর্তে রাজি ভারত!

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির। কিন্তু পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে চায় না ভারতীয় দল। এদিকে পাকিস্তানও এই টুর্নামেন্ট হাত ছাড়া করতে চায় না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থানে এখনো নিশ্চিত হয়নি চ্যাম্পিয়ন ট্রফির ভবিষ্যৎ। এই সমস্যা সমাধানে দুইবার বৈঠকে বসলেও ভেনু্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। কারণ, পিসিবি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন সবকিছুর সমতার ভিত্তিতে। ভারতীয় দল পাকিস্তানে না আসলে বাবর-রিজওয়ানরাও ভারতের যাবে না। ভারত শুরু থেকেই হাইব্রিড মডেলের কথা বলে আসছিল। কিন্তু পাকিস্তান তা মানতে নারাজ। কয়েকদিন আগেই জানা গিয়েছিল হাইব্রিড মডেল নিয়ে দুটি শর্ত দিয়েছে পিসিবি। প্রথমটি হলো- পিসিবিতে আইসিসির প্রদেয় রাজস্বের হার বাড়াতে হবে। আর দ্বিতীয়টি হলো ভারত যদি এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না আসে, তাহলে ২০৩১ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টগুলোতে অংশ নিতে ভারতে যাবে না পাকিস্তান। যেগুলো নিয়ে আলোচনার হওয়ার কথা ছিল গতকালের বোর্ড সভায়। কিন্তু তা স্থগিত করা হয়েছে। এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জট কেটেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই। আইসিসির এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় বোর্ড। পাক বোর্ডের দাবি ছিল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই।