৪০০ টেস্ট জয়ের রেকর্ডে ইংল্যান্ড
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ১৬ বছরের অচলায়তন ভেঙে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয়ের মধ্য দিয়ে একটি অনন্য রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। আর সেই রেকর্ডটি হলো টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দল হিসেবে ৪০০ টেস্ট ম্যাচ জিতেছে ইংল্যান্ড।
প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া এই রেকর্ড গড়েছিল। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ৮৪৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪১৫ ম্যাচে।
সদ্য ৪০০ ম্যাচ জেতার রেকর্ড গড়া ইংল্যান্ড অবশ্য খেলেছে ১০৮২ ম্যাচ। বাকি টেস্ট খেলুড়ে দলগুলো ধারে কাছেও নেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। ২০০ টেস্ট ম্যাচ জয়ের অভিজ্ঞতাও নেই কারো।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তৃতীয় সর্বোচ্চ ১৮৪ টেস্ট ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ ও ১৮১ জয় নিয়ে পরের দুই অবস্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারত। অন্যদিকে ষষ্ঠ দল হিসেবে ১৫০ টেস্ট জয়ের কীর্তি আছে পাকিস্তানের।
১০০ এর বেশি জয় পাওয়ার তালিকায় আছে নিউজিল্যান্ড (১১৮) ও শ্রীলঙ্কা (১০৬)। বাংলাদেশ এখনও নিজেদের জয়ের অর্ধশতকও আদায় করতে পারেনি। এখন পর্যন্ত বাংলাদেশের জয় মোট ২২টি।
সিরিজ জয়ের টেস্ট দল হিসেবে আরও বেশ কিছু রেকর্ড গড়েছে ইংল্যান্ড। যার মধ্যে প্রথম দল হিসেবে টেস্টে ৫ লাখ রান করেছেন ইংল্যান্ডের ব্যাটাররা।