কক্সবাজারে সমুদ্রের সঙ্গে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির এখনো ভেনু্য জটিলতা নিয়ে ধুঁকছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এখন পর্যন্ত কোনো সমাধান জোটেনি। তবে, টুর্নামেন্টটির দিনক্ষণ ঘনিয়ে আসছে। শুরু হয়ে গেছে ট্রফি টু্যরও। আইসিসির সূচি অনুযাযী, বিভিন্ন দেশে পরিদর্শনের পরিক্রমায় এবার বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল দুপুরে বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কক্সবাজারের সমুদ্রসৈকত দেখতে গেলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। রীতি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোতে নেওয়া হয় ট্রফি। বাড়িয়ে দেওয়া হয় উত্তেজনা, উন্মাদনা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই শুরু হয়েছে ট্রফির যাত্রা। ১৭-২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফি গিয়েছে আফগানিস্তানে। সেখান থেকেই বাংলাদেশে আসছে এই শিরোপা। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি 'ডিপি ওয়ার্ল্ড'এর তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে। বিভিন্ন দেশ ঘুরে পর্যায়ক্রমে এসেছে বাংলাদেশে। গতকাল প্রথম দিন ট্রফি নিয়ে কোনো আয়োজন নেই। মঙ্গলবার ট্রফিটি যাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। এরপর সেখান থেকে যাবে কক্সবাজারে। বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) ভক্তরা দেখতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফি। জনসমক্ষে ট্রফিটি প্রদর্শন করা হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। প্রদর্শনী শেষে সেদিনই নিয়ে আসা হবে ঢাকায়। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে রাখা হবে ট্রফিটি। সবশেষ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফিটি। সেখানেই নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এই ট্রফি প্রদর্শনী। এর পরদিনই ট্রফির বাংলাদেশ সফর শেষ হবে। বাংলাদেশ থেকে পরের সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি।