মেসির থেকে সবারই শেখার আছে : এমবাপে
প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
পিএসজিতে লিওনেল মেসির সতীর্থ থাকাকালে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে গিয়েছিলেন কাইলিয়ান এমবাপে। বিশ্বমঞ্চে শিরোপা নির্ধারণী ম্যাচে কিংবদন্তি মেসির কাছেই বিশ্বকাপ বিসর্জন দিতে হয়েছিল তাকে। পরে আবারও ক্লাব জার্সিতে মেসির সতীর্থ হয়ে মাঠে নেমেছে। বিশ্বকাপ জয়ের আগে-পরে মেসির সঙ্গে ফরাসি তারকার সময়টা কেমন ছিল, সেটি নিয়ে মুখ খুলেছেন এমবাপে।
ফ্রান্সের এক টেলিভিশন অনুষ্ঠানে মেসির সঙ্গে সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ২৫ বর্ষী এমবাপে বলেছেন, 'বিশ্বকাপ ফাইনালের পর যখন পিএসজিতে মেসিকে প্রথম দেখেছিলাম, তখন রেগে গিয়েছিলাম।'
'পরে সে আমাকে ডেকে বলেছে, আমি এটা (২০১৮ সালে) আগেই জিতেছি এবং এবার ছিল তার পালা। কিন্তু একটা পর্যায়ে সেই ফাইনাল ম্যাচের জন্যই আরও কাছাকাছি আসতে পেরেছিলাম। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। এর আগে আমরা শুধুই একটা লড়াইয়ে ছিলাম।'
বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির থেকে অনেককিছু শেখার কথা অকপটেই বলেছেন এমবাপে, 'আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। তার মতো একজনের কাছ থেকে সবারই অনেক কিছু শেখার আছে। আমি তাকে প্রায়ই জিজ্ঞাসা করতাম, তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ।'