ওয়ানডে দলে প্রথমবার কর্বিন বশ

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চোটের থাবায় একের পর এক পেসার হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তালিকায় এবার নতুন সংযোজন ওটনিল বার্টম্যান। হাঁটুর সমস্যায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। ৩১ বছর বয়সি বার্টম্যানের বদলি হিসেবে কর্বিন বশকে দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। তাদের সাবেক ক্রিকেটার টার্টিয়াস বশের সন্তান কর্বিন আছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও। এখন পর্যন্ত ৩১টি লিস্ট 'এ' ম্যাচ খেলে ৩ ফিফটিতে ৫০৭ রান করেছেন বশ। পেস বোলিংয়ে নিয়েছেন ৩৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ ম্যাচে ১ হাজার ২৯৫ রানের সঙ্গে ৭২ উইকেট আছে তার।