টটেনহ্যামের বিপক্ষে গোল উৎসব লিভারপুলের

প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথমার্ধেই তিন গোল করা লিভারপুল বিরতির পর জালে বল পাঠাল আরও তিনবার। শেষ দিকে টটেনহ্যাম হটস্পার অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করলেও, তা ম্যাচের ফলে কোনো নাটকীয়তা আনতে পারল না। প্রতিপক্ষকে গুঁড়িয়েই লিগ টেবিলে অবস্থান সুসংহত করল আর্না স্স্নটের দল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-৩ গোলে জিতেছে লিভারপুল। রাতের অন্য ম্যাচে, বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে বোর্নমাউথ। আর ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। বিজয়ীদের পক্ষে দুটি করে গোল করেন লুইস দিয়াস ও মোহামেদ সালাহ। একবার করে জালে বল পাঠান আলেক্সিস মাক আলিস্তের ও দোমিনিক সোবোসলাই। প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে লড়াইয়ে এত বড় স্কোরলাইন আগে দেখা যায়নি। আগের সবচেয়ে বেশি গোলের ম্যাচটি ছিল ১৯৯৩ সালের মে মাসে, সেই ম্যাচে ৬-২ গোলে জিতেছিল লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর দাপুটে ফুটবলে জয়ে ফিরল লিভারপুল। দারুণ এই জয়ে শীর্ষস্থান মজবুত হলো দলটির। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। আর লিগে খুব খারাপ সময়ের মধ্যে পথচলা টটেনহ্যাম পেল অষ্টম হারের স্বাদ। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা। এদিনই আগের ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে আর্সেনালের পয়েন্ট ৩৩। আগের দুই রাউন্ডে ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে মরিয়া লিভারপুল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম ২০ মিনিটেই গোলের জন্য আটটি শট নেয় তারা। এর মধ্যে সবচেয়ে পরিষ্কার সুযোগটি তারা পায় ১৮তম মিনিটে। লুইস দিয়াসের পাস ধরে প্রতিপক্ষের তিন জনের মধ্যে দিয়ে ড্রিবল করে বক্সে ঢুকে শট নেন সালাহ; কিন্তু দুর্ভাগ্যের ফেরে ক্রসবারে বাধা পায়। একচেটিয়া চাপ ধরে রেখেই ২৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস বক্সে পেয়ে ডাইভিং হেডে গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস। ৩৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাক আলিস্তের। বাঁ থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রস বক্সে পেয়ে ঠিকমতো হেড করতে পারেননি সোবোসলাই, তার সঙ্গে লাফিয়ে ওঠা টটেনহ্যামের খেলোয়াড়ও পারেননি ক্লিয়ার করতে। গোলমুখে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার। ৪১তম মিনিটে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।