রোহিতকে ছন্দে ফেরার পথ দেখালেন শাস্ত্রী
প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সাদা পোশাকে অনেক দিন ধরেই বড় রান নেই রোহিত শার্মার ব্যাটে। অস্ট্রেলিয়া সফরে বদলে গেছে তার ব্যাটিং পজিশনও। তবু উন্নতি নেই ভারত অধিনায়কের পারফরম্যান্সে। ছন্দে ফিরতে ব্যাটিংয়ে তাকে আক্রমণাত্মক কৌশল বেছে নেওয়ার পরামর্শ দিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
আইসিসি রিভিউয়ে শাস্ত্রি বললেন, ছয় নম্বরেই বিপজ্জনক হতে পারেন রোহিত। তবে এজন্য ইতিবাচক এবং প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক হতে হবে তার।
তিনি বলেন,' আমি রোহিত শার্মাকে দেখতে চাই, তার কৌশল কিছুটা বদলেছে, এখনও এই পজিশনে (ছয় নম্বরে) খুব বিপজ্জনক হতে পারে সে। আমি মনে করি, ব্যাটিংয়ে গিয়ে তার মনোভাব খুব স্পষ্ট হতে হবে, অন্য কিছু চিন্তা না করে প্রতিপক্ষকে আক্রমণ করতে হবে।'
আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।