উইন্ডিজের টেস্ট দলে নতুন মুখ জাঙ্গু
প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর এবার টেস্ট দলে ডাক পেলেন আমির জাঙ্গু। পাকিস্তান সফরে প্রথমবারের মতো সাদা পোশাকের দলে বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। প্রায় ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডবিস্নউআই)।
বাংলাদেশ সিরিজের দল থেকে পরিবর্তন এই দুইটিই। পায়ের চোটে ছিটকে গেছেন শামার জোসেফ। আর আইএল টি২০'র ব্যস্ততায় এই সফরে যাবেন না আরেক পেসার আলজারি জোসেফ। ঘরের মাঠে গত মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সময় গেস্নাবাল সুপার লিগে ব্যস্ত ছিলেন মোটি। এক সিরিজ পর ফিরে ক্যারিবিয়ানদের স্পিন বিভাগের দায়িত্ব নেবেন বাঁহাতি স্পিনার। তার সঙ্গে থাকবেন কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিক্যান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাঙ্গু।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুই, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।