বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ট্রাভিস হেড

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ট্রাভিস হেড বক্সিং ডে টেস্টে খেলার ছাড়পত্র পেলেন। ম্যাচের আগের দিন বুধবার অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এই খবর নিশ্চিত করেছেন। একাদশে স্যাম কন্সটাস ও স্কট বোল্যান্ডও খেলবেন বলে জানালেন তিনি। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশে দুটি পরিবর্তন। কামিন্স বলেন,' হেডকে নিয়ে ভালো খবর। সে বৃহস্পতিবারের ম্যাচ খেলার জন্য একেবারে ফিট। সে খেলবে।' ভারতকে পেলেই যেন তর্জেগর্জে ওঠেন ট্রাভিস হেড। তার চোটের সংবাদে তাই কিছুটা হলেও স্বস্তি মিলেছিল ভারতীয়দের। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না দলটির জন্য। বক্সিং ডে টেস্ট শুরুর আগেই ফিট হয়ে গিয়েছেন। তাকে নিয়েই চতুর্থ টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে নিয়মিতই ভারতের দুঃস্বপ্ন বাড়িয়ে চলেছেন হেড। কেউ কেউ তো তাকে ্তুভারতের হেডেক্থ বলেও ডাকছেন। তবে ব্রিজবেনের তৃতীয় টেস্টের পর তার চোটে পড়ার সংবাদ ছড়িয়ে পড়ে। তবে মেলবোর্নের চতুর্থ টেস্ট শুরুর আগে মাঝে বেশ কয়েকদিনের সময় ছিল। আর এই ব্যবধানে ম্যাচ ফিটনেস ফিরে পেতে অসুবিধা হয়নি তার। মূলত মাঝে বিশ্রামের পর্যাপ্ত সময় থাকায় বক্সিং ডে টেস্টে হেডকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে পাবেন বলে আগেই প্রত্যয় দেখিয়ে ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন কোচ অ্যান্ড্রম্ন ম্যাকডোনাল্ড। আর অজি অধিনায়ক প্যাট কামিন্স তা নিশ্চিত করে গেলেন। অস্ট্রেলিয়ার একাদশে আছেন এই ড্যাশিং ব্যাটসম্যান।