নেপালে কাবাডি খেলতে গেলেন বাংলাদেশের ৪ জন

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলতে গেলেন বাংলাদেশের ৪ খেলোয়াড়। তারা হলেন- মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া। রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা নেপাল পৌঁছান। বাংলাদেশ থেকে অবশ্য মোট ৬জন খেলোয়াড় নেপালের কাবাডি লিগে অংশগ্রহণ করছেন। বাকি দুই খেলোয়াড় হচ্ছেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন। তারা ১২ জানুয়ারি সেখানে যাবেন। বাংলাদেশের ৬ খেলোয়াড়ের মধ্যে মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া খেলবেন পোখরা লেকার্সের হয়ে, ইয়াসিন আরাফাত খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের হয়ে, মিজানুর রহমান খেলবেন কাঠমুন্ডু মেভারিকসের হয়ে এবং শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে। মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, 'আসসালামু আলাইকুম। নেপাল কাবাডি প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশবাসীর কাছে আমার দোয়া চাই। আমি যেন সুস্থ থেকে সেরাটা দিতে পারি।'