শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকার একাদশে ছিলেন না সাব্বির
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বছরের প্রথম দিন ঢকা ক্যাপিটালসের অনুশীলন ছিল সকাল ৯টায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে গিয়ে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন দেখলেন, অনুশীলনে নেই সাব্বির রহমান রুম্মান। দলীয় ম্যানেজার বা দলের অন্য কেউ কিছু জানেন না। যেটির মানে, কাউকে কিছু না জানিয়েই অনুশীলনে আসেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ব্যস নেমে এলো শাস্তির খড়গ।
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রথম তিন ম্যাচের একটিও দেখা যায়নি সাব্বির রহমান রুম্মানকে। দল হেরেছে তিনটিতেই। মিডল অর্ডারে ঘাটতিও দেখা গেছে। তার পরও সাব্বিরকে একাদশে না রাখা নিয়ে কৌতূহল-প্রশ্ন জাগছিল অনেক। বিশেষ করে, সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছিল এটি নিয়ে।
সিলেটে সোমবার দুপুরে ঢাকার অনুশীলন শেষে খালেদ মাহমুদ সুজন জানালেন, শুরুতে দলীয় সমন্বয়ের কারণে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। তবে পরে এই ব্যাটসম্যান দলে জায়গা পাননি শাস্তি পাওয়ার। ঢাকার কোচ বলেন,' সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইসু্য ছিল, অনেকেই হয়তো বলেছেন ফেইসবুক বা সামাজিম মাধ্যমে। ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু।'
'হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে যে অনুশীলনে আসেনি। টিম ডিসিপিস্ননের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নিৃ১ তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি ডিসিপিস্ননারি ইসু্য। এছাড়া সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সেরাটা দিয়ে খেলবে।' যোগ করেন সুজন।
খালেদ মাহমুদ বললেন, মিডল অর্ডারে সাব্বিরের অভাব তিনি অনুভব করছিলেন। তার পরও শৃঙ্খলাভঙ্গের ঘটনার সঙ্গে আপোস করেননি তিনি, 'অভিজ্ঞ ক্রিকেটার সে, একজন অভিজ্ঞ ক্রিকেটারর অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুব ভালো হবে। এটা খুব সহজ পাবলিকলি বললাম, কারণ একটা দূরত্ব থেকে যেত, এজন্য বলে দিলাম। ওর ভক্তরাও বুঝতে পারবে যে ও কেন খেলেনি। এই একটা কারণই ছিল। আশা করি ওকে কালকের ম্যাচ থেকে খেলাতে পারব ও ওর সার্ভিসটা পাব।'