শ্রীলংকাকে গুঁড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক উপহার দিলেন মাহিশ থিকশানা। তার কীর্তি গড়া বোলিং ছাপিয়েই রাচিন রাভিন্দ্রা ও মার্ক চ্যাপম্যানের ফিফটিতে লড়ার মতো পুঁজি গড়ল নিউজিল্যান্ড। পরে সম্মিলিত চেষ্টায় চমৎকার বোলিংয়ে শ্রীলংকাকে দেড়শর আগে গুটিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ১১৩ রানে জিতেছে নিউ জিল্যান্ড। ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ২৫৫ রান করে তারা। পরে লঙ্কানদের গুঁড়িয়ে দেয় স্রেফ ১৪২ রানে। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে থিকশানার; শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তিনি। তিনবার এই স্বাদ পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দুইবার চামিন্দা ভাস। থিকশানার আগে দেশটির সবশেষ এই কীর্তি গড়েছিলেন দিলশান মাদুশাঙ্কা, ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে। নিউজিল্যান্ডকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার পথে ১ ছক্কা ও ৯ চারে ৭৯ রান করেন রাভিন্দ্রা। ২ ছক্কা ও ৫ চারে ৬২ রান করেন চ্যাপম্যান। লংকানদের ইনিংসে একমাত্র ফিফটি কামিন্দু মেন্ডিসের, ৩ ছক্কা ও ৫ চারে ৬৪। আর কেউ ২৫ রানও করতে পারেননি।