লক্ষ্ণীপুরে শুরু হচ্ছে কোকো স্মৃতি ক্রিকেট
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নেমেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার ৩২ টি দল অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্ণীপুর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুবুল আলম মামুন, হুমায়ুন কবীর জুয়েল, বদরুল আলম শ্যামল, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন প্রমুখ।
আয়োজকরা জানায়, আগামী ২১ জানুয়ারি লক্ষ্ণীপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ৪ জন খেলোয়াড় উপস্থিত থাকার কথা রয়েছে।