চেলসি লিড নিলেও জিতেছে ম্যানসিটি
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া ডেস্ক
নতুন চুক্তি আব্দুকদির খুশানোভের অভিষেক ককলঙ্কিত হতে বসেছিল। তারই ভুলে ম্যানসিটি পিছিয়ে পড়েছিল। চেলসি তিন মিনিটে এগিয়ে গেলেও সিটির জবাব দিতে সময় লাগেনি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি। পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়ে জিতলো তারা।
খুশানোভ তার প্রথম ম্যাচেই বিরাট ভুল করে বসেন। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে হেড করে এডারসনকে পাস দিতে চেয়েছিলেন তিনি। বল কিপারের কাছে যাওয়ার আগেই ছিনিয়ে নেন নিকোলাস জ্যাকসন। তার ছোট পাস ধরে জালে বল জড়িয়ে দেন ননি মাদুয়েকে।
বিরতির আগে জসকো জিভারদিওল প্রতিপক্ষ কিপার রবার্ট সানচেজের গায়ে লেগে বল সামনে পড়লে খালি জাল কাঁপান।