ফাহিম আশরাফের পাঁচ উইকেট
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ফাহিম আশরাফের অফ স্টাম্পের ওপর ইয়র্কার ধরনের ডেলিভারি। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের জন্যও সেটি ফেরানো হতো কঠিন। নিচের সারির ব্যাটসম্যান সুমন খান পারবেন কীভাবে! অফ স্টাম্প ছুঁয়ে বল চলে গেল পেছনে। ফাহিমকে ঘিরে উলস্নাসে মেতে উঠলেন তার ফরচুন বরিশালের সতীর্থরা।
এই আনন্দ যদিও ম্যাচ জেতার নয়। তবে জয়ের দিকে অর্ধেকটা এগিয়ে যাওয়ার। সিলেট স্ট্রাইকার্সকে ১১৬ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে ৫ উইকেট শিকার করেন ফাহিম। প্রথম ইনিংসে শেষে তাই তিনিই দলের মধ্যমণি। এই ৫ উইকেট নিতে খরচ হয়েছে তার স্রেফ ৭ রান। টি২০ ক্যারিয়ারে দ্বিতীয়বার তিনি পেলেন এই স্বাদ।
চলতি বিপিএলেও এটি দ্বিতীয় সেরা বোলিং। টুর্নামেন্টের শুরুতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই ওলটপালট করেন তাসকিন আহমেদ। সব মিলিয়ে ২২ উইকেট নিয়ে বোলারদের তালিকায়ও সবার ওপরে দুর্বার রাজশাহী অধিনায়ক।
তালিকার পরের নামটিই এখন ফাহিমের। ৯ ম্যাচে ওভারপ্রতি মাত্র সাড়ে ৬ রান খরচ করে ১৫ উইকেট নিয়েছেন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার। আকিফ জাভেদ ও আবু হায়দারের সঙ্গে যৌথভাবে বোলারদের তালিকায় দুইয়ে তিনি।
প্রথম পাঁচ ম্যাচে ১৭.২ ওভার বোলিং করে মাত্র ৫ উইকেট নিতে পেরেছিলেন ফাহিম। ওভারপ্রতি খরচ ছিল প্রায় ৮ রান করে। পরের চার ম্যাচে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০ উইকেট নিয়েছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার। মিরপুর শেপাবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরুতেই হোঁচট খাওয়া সিলেটের ব্যাটিংয়ে বিপদ আরও বাড়িয়ে দেন ফাহিম।
প্রথম স্পেলের দুই ওভারে মাত্র ৩ রানে নেন ৩ উইকেট। পরে শেষ দিকে ফিরে ৭ বলের মধ্যে লেজ মুড়িয়ে দেন তিনি।
পাওয়ার পেস্নর শেষ ওভারে ফাহিমকে আক্রমণে আনেন তামিম ইকবাল। তৃতীয় বলে ছক্কার খোঁজে হাওয়ায় ভাসিয়ে দেন রনি তালুকদার। পয়েন্ট থেকে কিছুটা পিছিয়ে সহজ ক্যাচ নেন মোহাম্মদ নাবি। এক বল পর বৃত্তের ফিল্ডারদের মাথার ওপর দিয়ে খেলার চেষ্টা করেন কাদিম অনেকটা দৌড়ে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন মাহমুদউলস্নাহ। পরের ওভারে শর্ট বল পুল করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন নাহিদুল ইসলাম।
সপ্তদশ ওভারে আবার বল হাতে পান ফাহিম। দ্বিতীয় বলে হজম করেন প্রথম বাউন্ডারি। তবে এক বল পরই আরিফুল হককে ফিরিয়ে প্রতিশোধ নিয়ে নেন তিনি। স্পেলের শেষ ওভারের প্রথম বলে চমৎকার ডেলিভারিতে সুমনকে বোল্ড করেন পাকিস্তানি পেসার।
২০৭ ম্যাচের টি২০ ক্যারিয়ারে ফাহিমের এটি দ্বিতীয় ৫ উইকেট। ২০১৯ সালের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ১৯ রানে ৬ উইকেট তার সেরা।